E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর ৬টি আসনে আ.লীগের বিপুল ভোটে জয়

২০১৮ ডিসেম্বর ৩০ ২২:৪৮:৩১
নওগাঁর ৬টি আসনে আ.লীগের বিপুল ভোটে জয়

নওগাঁ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। রাত সাড়ে ৯টায় জেলা রির্টার্নিং অফিসার কর্তৃক পরিচালিত কন্ট্রোল রুম বেসরকারীভাবে এই ফলাফল ঘোষনা করেন। 

নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে আওয়ামীলীগ মনোনীত সাধন চন্দ্র মজুমদার নৌকা প্রতীকে ১ লাখ ৮৮হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ঐক্যফ্রন্টের মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৮১৭ ভোট।

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়ামীলীগের মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু নৌকা প্রতীকে ১লাখ ৯৯ হাজার ৮৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ঐক্যফ্রন্টের শামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৯হাজার ৯১৬ ভোট।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে আওয়ামীলীগের মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম নৌকা প্রতীকে ১ লাখ ৯৯ হাজার ৭৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ঐক্যফ্রন্টের পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১লাখ ১২০ ভোট।

নওগাঁ-৪ (মান্দা) আসনে আওয়ামীলীগ মনোনীত মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক নৌকা প্রতীকে ১লাখ ৬৬ হাজার ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ঐক্যফ্রন্টের শামসুল আলম প্রামানিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৭১ ভোট।

নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনীত নতুন মুখ প্রয়াত আব্দুল জলিলের পুত্র ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন নৌকা প্রতীকে ১লাখ ৫৬ হাজার ৮৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ঐক্যফ্রন্টের জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৩হাজার ৭৫৯ ভোট।

নওগাঁ-৬(আত্রাই-রানীনগর) আসনে আওয়ামীলীগ মনোনীত মোঃ ইসরাফিল আলম নৌকা প্রতীকে ১ লাখ ৯০ হাজার ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ঐক্যফ্রন্টের আলমগীর কবির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ১৫৪ ভোট।

(বিএম/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test