E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলকে মাদকমুক্ত করতে মাশরাফির নির্দেশনা

২০১৯ জানুয়ারি ০৩ ১৮:২৩:০৩
নড়াইলকে মাদকমুক্ত করতে মাশরাফির নির্দেশনা

রূপক মুখার্জি, নড়াইল : শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করেই নড়াইল জেলাকে মাদকমুক্ত করার জন্য নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) কে নির্দেশনা দিয়েছেন নড়াইল-২ আসনের নব নির্বাচিত আ.লীগ দলীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা। 

তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুঠোফোনের মাধ্যমে পুলিশ সুপারকে এ নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকালে মাশরাফি বিন মোর্তজা ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) এর মধ্যে মুঠোফোনে এ সকল কথাবার্তা হয় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বলেন, গত বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নব নির্বাচিত নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্তজা প্রথমে আমার নিকট ফোন করেন।

তিনি বলেন, আমি নড়াইল জেলার সন্তান এবং জনগণের ভোটের মাধ্যমে জন প্রতিনিধি হিসেবে নড়াইলবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। এ কারণে আজ থেকে নড়াইল জেলায় আর কোনো মাদকের ছড়াছড়ি থাকতে পারবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের অচিরেই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্যও তিনি নির্দেশনা প্রদান করেন।

এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) এমপি মাশরাফির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে মাদকের বিরুদ্ধে। যদিও পুলিশ সুপার আগে থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। কিন্তু মাশরাফির নির্দেশনা পাওয়ার পর তিনি পূর্ণ উদ্যমে কাজ করবেনও বলেও গণমাধ্যমকর্মীদের জানান।

তিনি আরও বলেন, (২৭ ডিসেম্বর) থেকে জারিকৃত আইনের আলোকেই এখন থেকে মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের ব্যাপারে কারো কোন সুপারিশ গ্রহণ বা কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি কঠোর হুশিয়ার করেন।

প্রসঙ্গত, মাশরাফি বিন মোর্তজা বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে ২ লাখ ৬৬ হাজার ভোটের ব্যবধানে এই আসনে নির্বাচিত হয়েছেন দেশসেরা এই টাইগার। নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৭৮২ জন।

(আরএম/এসপি/জানুয়ারি ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test