E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষকের দাবিতে বান্দরবানে শিক্ষাথীদের মানববন্ধন

২০১৪ জুলাই ২১ ১৪:৫০:০১
শিক্ষকের দাবিতে বান্দরবানে শিক্ষাথীদের মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি : শিক্ষকের দাবিতে বান্দরবান সরকারি কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীসহ অভিভাবকরা মানববন্ধন কর্মসুচী পালন করেছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই কর্মসুচী পালন করা হয়।

এতে অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমান, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম জাহাঙ্গীর, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষিপদ দাশ, কলেজ ছাত্রলীগের আহবায়ক আহসানুল আলম রুমু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বান্দরবান সরকারি কলেজ ও মহিলা কলেজ নিয়ে ষড়যন্ত্র করে আসছে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। বান্দরবান সরকারি কলেজের ৩৫ জন শিক্ষকের বিপরীতে ২৬জন শিক্ষক কর্মরত রয়েছে। অন্যদিকে মহিলা কলেজে ১৩ জন শিক্ষক কর্মরত থাকা অবস্থায় শিক্ষা মহাপরিচালকের নির্দেশে ৫জন শিক্ষককে অন্যত্র বদলী করা হয়। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। বক্তারা জরুরী ভিত্তিত্বে শিক্ষক নিয়োগ দেয়া না হলে কঠোর কর্মসুচী দেয়ার হুমকি দেন।

(এএফবি/এটিআর/এএস/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test