E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে প্রাথমিকে গণিত প্রশ্নপত্রে ১৬০ নাম্বার!

২০১৯ এপ্রিল ২৭ ১৮:২১:০৮
রাণীনগরে প্রাথমিকে গণিত প্রশ্নপত্রে ১৬০ নাম্বার!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে পরীক্ষায় মানবন্টন ও সিলেবাস অনুসারে প্রশ্নপত্র না হওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পরেন। এতে শিক্ষার্থীদের অবিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ছাড়াও অবিভাবকরা অভিযোগ করেন, উপজেলা শিক্ষক সমিতি থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র তৈরী করতে গিয়ে কমল মতি শিশু শিক্ষার্থীদের জন্যে কঠিন প্রশ্ন তৈরী করা হচ্ছে। আগামিতে দ্রুত ভুল ও শিক্ষার্থী বান্ধব যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র তৈরীতে সঠিক নজর দিতে উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। শনিবার অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গণিত পরীক্ষাসহ আরো কয়েকটি অনুষ্ঠিত পরীক্ষায় এই সব ভুল করা হয়েছে।

সূত্রে জানা গেছে, শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণীর গণিত পরীক্ষায় সময় নির্ধারণ করা হয় ২ ঘন্টা। ১ থেকে ১২ নাম্বার প্রশ্ন রাখা হয়। ১২টি প্রশ্নের মোটর নাম্বার ১৬০। প্রশ্নের ১ নাম্বারে ক ও খ তে ৫ করে ১০ নাম্বার, ২ ও ৩ নাম্বারে ১০ করে নাম্বার। ৪ ও ৫ নাম্বারে বিজোড় ও জোড় গোলে দেয়াতে ২০ নাম্বার রাখা হয়েছে। আর ৬ নাম্বারে শূন্যস্থাণ পূরণে ৫ গুণ ১ সমান ৫০ নাম্বার লিখা রয়েছে। পরবর্তীতে ৭ নাম্বার থেকে ১২ নাম্বার পর্যন্ত প্রশ্নে ১০ নাম্বার করে দেয়া হয়েছে। এই মোট নাম্ববারের হিসেব করে প্রশ্নের মোট নাম্বার ১৬০।

সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হওয়ারপর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা প্রশ্নপত্র দেখে বিপাকে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অবিভাবক ও শিক্ষকরা জানিয়েছেন, প্রশ্নপত্র না বুঝে সব প্রশ্নে উত্তর দিয়েছে। আবার শিক্ষকদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন। তবে কোন সমাধান দিতে পারেননি।

রাণীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অবিভাবকগণ জানিয়েছেন, সিলেবাস অনুসারে জামিতি পড়ানো হয়েছে। অথচ পরীক্ষায় প্রশ্নেপত্রে জ্যামিতির কোন প্রশ্ন রাখা হয়নি।

প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের অবিভাবকগণ জানিয়েছেন, প্রশ্নপত্রে ১০টি প্রশ্ন রাখা রয়েছে অথচ প্রশ্নপত্রে লিখা রয়েছে, ১২ নাম্বারসহ ১০টি প্রশ্নের উত্তর দিতে। তবে প্রশ্নেপত্রে ১১ এবং ১২ নাম্বার নেই। ১০ নাম্বার প্রশ্নে একটি অংকে ১০ নাম্বার দিলেও অথবাতে তিনটি জ্যামিতির উত্তর দিতে বলা হয়েছে। এই তিনটি জ্যামিতিতে নাম্বার কোন বিভাজন করা হয়নি।

গত বৃহস্পতিবার ইসলাম ও হিন্দু ধর্ম বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্রে প্রথম ও দ্বিতীয় কঠিন প্রশ্ন তৈরী করা হয়েছে। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরী করতে গিয়ে বয়সের তুলনায় অনেক কঠিক প্রশ্নপত্র তৈরী করা হয়েছে বলে অভিযোগ করেন অনেকেই। আবার ইংরেজি প্রশ্নেও সকল শ্রেণীতে অনেক অনেক কঠিন প্রশ্ন করা হয়ে থাকে। প্রশ্ন তৈরী করতে গিয়ে তারা ভুলে যান যে, আমাদের সমাজ ও পরিবেশের সমস্য রয়েছে। সে অনুসারে প্রশ্ন তৈরী করতে হবে।

এ ব্যাপারে রাণীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিায় সুলতান বলেন, প্রশ্নপত্রগুলো আরো ভালো ভাবে করা উচিৎ ছিল।
এ ব্যাপারে রাণীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা এমএম মাহবুবুর রহমান বলেন, প্রশ্নপত্র না দেখে বলতে পারব না।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসকেপি/এসপি/এপ্রিল ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test