E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজিহার ইউনিয়ন পরিষদে প্রায় আড়াই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

২০১৯ এপ্রিল ৩০ ১৬:২১:৫৬
রাজিহার ইউনিয়ন পরিষদে প্রায় আড়াই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থ বছরে প্রায় আড়াই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার সকালে ১নং রাজিহার ইউনিয়ন পরিষদের উদোগে বাশাইল বাজারের টল ঘরে প্রস্তাবিত উন্মুক্ত বাজেট পেশ করেন দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউপি সচিব গৌতম পাল, আওয়ামী লীগ নেতা এইচএম মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান মৃধা, শরীক প্রকল্প’র এনজিও প্রতিনিধি রাজীব মজুমদার, সংশ্লিষ্ঠ ইউপি সদস্যগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেট সম্পর্কে চেয়ারম্যান ইলিয়াস তালুকদার উপস্থিত জনগনকে বলেন, ২০১৯-২০ অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স, বিভিন্ন সনদপত্র প্রদান, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, হাট বাজার ইজারা থেকে রাজস্ব আয়, এলজিএসপি, টিআর, কাবিখা, কাবিটা, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন উন্নয়ন খাতে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ লাখ ৫৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ৫শ ৮৭টাকা। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২ কোটি ৫২ লাখ ১৪ হাজার৫শ ৮৭টাকা।

প্রাপ্ত সম্পদ থেকে বিভিন্ন উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫২ লাখ ৩ হাজার ৮শ ৫৮টাকা।প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ১০ হাজার ৭শ টাকা ২৯টাকা।

(টিবি/এসপি/এপ্রিল ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test