E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ত্রাণ সহায়তায় নৌ-বাহিনীর দুটি জাহাজ

২০১৯ মে ০৫ ১৯:০৬:৫১
বরিশালে ত্রাণ সহায়তায় নৌ-বাহিনীর দুটি জাহাজ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বরিশালের কোন নদীতে ছোট নৌকা চলাচল করতে দেয়া হবেনা বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি আরও জানান, আগাম সর্বোচ্চ সতর্কতার কারণে আল্লাহর রহমতে বরিশালে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। জেলার দশটি উপজেলার নির্বাহী অফিসারগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্কতার কারণে শুক্রবার রাতে জেলার ৩৩১টি আশ্রয় কেন্দ্রে ৫০ হাজার ৫৬৫ জন মানুষ আশ্রয় গ্রহণ করেছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিলো।

তিনি বলেন, এছাড়া খুলনা থেকে ইতোমধ্যে নৌ-বাহিনীর তিস্তা ও মেঘনা নামের দুটি জাহাজ পাঁচশ’ বস্তা ত্রাণ নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। যারা হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার চরাঞ্চলের মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করবেন। ওই পাঁচশ’ বস্তা ত্রাণ দিয়ে দুই হাজার পরিবারকে সহায়তা করা সম্ভব হবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী মজুদ রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে সেগুলোও বিতরণ করা হবে।

জেলা প্রশাসক বলেন, ফণীর কারনে জেলায় গবাদী প্রাণীর ক্ষতির কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তিন হাজার ৬৮০ হেক্টর বোরো ধান, এক হাজার ৫১০ হেক্টর মুগডাল, এক হাজার ৪৬৬ হেক্টর মরিচ, ২৫০ হেক্টর তিল, ৯৪০ হেক্টর শাকসবজি, ১২০ হেক্টর ভুট্টা, ৫৩৫ হেক্টর পানবরজ ও ৫৫২ হেক্টর সয়াবিন ক্ষেতের ক্ষতিসাধন হয়েছে। পাশাপাশি এক হাজার ১৫টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং সাতলা বাগধা বন্যা নিয়ন্ত্রন বাঁধের শিবপুর পয়েন্টে ২০ মিটার এবং বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের অন্তরগত নদী ভাঙন রোধ কল্পে নির্মিত বাঁধে সামান্য ক্ষতির সৃষ্টি হলে তা তাৎক্ষনিকভাবে মেরামত করা হয়েছে।

জেলায় ছয় হাজার ৬৫টি গাছের আংশিক ও সম্পুর্ণ ক্ষতি সাধন হয়েছে, ব্যক্তি মালিকানাধীন ২৫টি মাছের পুকুর এবং ৬৫ কিলোমিটার কাঁচা রাস্তার আংশিক ক্ষতিসাধন হয়েছে। পাশাপাশি ফণীর প্রভাবে গৌরনদী উপজেলা মিয়ারচর এলাকায় নদী ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, উজিরপুরের নির্বাহী অফিসার মাসুমা আক্তারসহ অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা বরিশালের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, প্রধানমন্ত্রী নিজে সরাসরি দুর্যোগের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। আমরা মাঠপর্যায়ে নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। সকলের সম্মিলিত চেষ্টায় বরিশালে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

(টিবি/এসপি/মে ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test