E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিনদিন পর বরিশাল থেকে লঞ্চ ছেড়েছে

২০১৯ মে ০৫ ১৯:০৬:৫১
তিনদিন পর বরিশাল থেকে লঞ্চ ছেড়েছে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে টানা তিনদিন বন্ধ থাকার পর বরিশালের অভ্যন্তরীণ সব রুটে সকল ধরনের নৌ-যান চলাচল শুরু হয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় রবিবার ভোর পৌনে ছয়টা থেকে বরিশাল-ভোলা, বরিশাল-মেহেন্দিগঞ্জসহ ১২টি আভ্যন্তরীন রুটে এ নৌযান চলাচল শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদী বন্দর এবং বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে ভোর পাঁচটা ৪৫ মিনিট থেকে সারাদেশের সাথে একযোগে সবধেরনের নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়েছে। সে হিসেবে বরিশাল বিভাগের অভ্যন্তরীণ সকল ধরনের পূর্বের স্বাভাবিক নিয়মে যাত্রীবাহি লঞ্চ, ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। রাতে বরিশাল-ঢাকা রুটে দূরপাল্লার লঞ্চগুলো যাত্রী নিয়ে চলাচল শুরু করবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার আশঙ্কায় গত ২ মে বেলা ১১টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে সারাদেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষনা করা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল-ঢাকা রুটে কোনো দূরপাল্লার লঞ্চ চলাচল করেনি।

(টিবি/এসপি/মে ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test