E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

২০১৯ মে ২৯ ১৪:০৫:০৩
ঈশ্বরদী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার শহরের প্যাভিলিয়ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ এমপি। 

প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, পৌরসভার মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, উপজেলা নির্বাহী অফিসার আহাম্মদ হোসেন ভূইয়া, সহকারী কমিশনার (ভুমি) মমতাজ মহল, জজ কোর্টের পিপি আক্তারুজ্জামান মুক্তা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।

আমন্ত্রিত অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, শিল্প ও বনিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী, সাধারণ সম্পাদক মোস্তাাফিজুর রহমান রবি, সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান খাঁন কামাল, সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, আজিজুর রহমান শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, আবুল হাসেম, চেতনায় ঈশ্বরদীর সম্পাদক ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদীর কাগজের সম্পাদক কে এম আবুল বাসার, সমস্বর সম্পাদক এম এ কাদের, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, বিজয়দীপ্তের সম্পাদক তৌহিদ আক্তার পান্না, স্বকাল বাংলার সম্পাদক মিশুক প্রধান সমকোণ সম্পাদক আব্দুল মান্নান টিপু, হ্যালো ঈশ্বরদীর সম্পাদক সুমার খাঁন, প্রথম সকাল’র সম্পাদক মহিদুল ইসলাম, পদ্মার খবরের সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সময়ের ইতিহাস সম্পাদক শেখ মহসীনসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

(এসকেকে/এসপি/মে ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test