E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

২০১৯ মে ৩১ ১৬:০৬:১৫
সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা চালিয়ে ১০ জন সাংবাদিককে পিটিয়ে জখম করার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে আশাশুনি সাতক্ষীরা সড়কে শুক্রবার সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনিছুর রহিম, সাংবাদিক সুভাষ চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পি, সাংবাদিক এম কামরুজ্জামানসহ সাতটি উপজেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ ।

বক্তারা বলেন, বহিরাগত সন্ত্রাসীরা বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে ঢুকে যেভাবে সশস্ত্র হামলা চালিয়ে ১০জন সাংবাদিককে পিটিয়ে জখম করেছে তা মেনে নেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িতরা সাতক্ষীরার এক সাংসদেও কাছের লোক বলে পরিচিত। সাতক্ষীরা প্রেসক্লাব সদর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত হলের ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ প্রেসক্লাবে আসে। এমনকি হামলার নেতৃত্বদানকারি জেলা যুবদলের এক সাবেক নেতা একেএম আনিছুজামান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে বসে হামলার ব্যাপ্তির পর্যবেক্ষন করছিলেন।

তারা ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন চলাকালে শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে নাগরিক মঞ্চ, বিভিন্ন রাজনৈতিক দলসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মত বিরিময় ও সাতটি উপাজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপুর ১২টায় প্রেসক্লাবের স.ম আলাউদ্দিন মিলনায়তনে প্রেসক্লাবের সহসভাপতি অধ্যক্ষ আশেক ইা এলাহীর সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষিঠত হয়।

প্রসঙ্গত, বৃহষ্পতিবার সশস্ত্র সন্ত্রাসীরা সাতক্ষীরা প্রেসক্লাবে ঢুকে জ্যেষ্ঠ সাংবাদিকদের উপর সশস্ত্র হামলা চালায়। বৃহষ্পতিবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপি হামলায় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০জন আহত হন।

এ ছাড়া গত ২০ মার্চ অসৌজন্যমূলক আচরণের কারণে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে অবাঞ্ছিত ঘোষণা করে সাতক্ষীরা প্রেসক্লাব। এ ঘটনার আড়াই মাস পর গত বুধবার সাতক্ষীরা প্রেসক্লাব সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। এর মাত্র কয়েক ঘন্টা পর সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো।

(আরকে/এসপি/মে ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test