E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নাগরপুরে আড়রাকুমেদ উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত তিন তলা ভবন উদ্বোধন

২০১৯ আগস্ট ৩১ ১৭:৪৫:৫৩
নাগরপুরে আড়রাকুমেদ উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত তিন তলা ভবন উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের আড়রাকুমেদ উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত তিন তলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ আগষ্ট) সকালে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও পারমানবিক শক্তি কমিশনের সদস্য অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেনের এর সভাপতিত্বে ও আড়রাকুমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুর রহমান লালন, সাধারন সম্পাদক মো. রতন মিয়া, ইউপি চেয়ারম্যান মো.হাবিবুর রহমান হাবিব, প্রভাষক তফিজ উদ্দিন বুলবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহীদুল্লাহ প্রমূখ।

এসময় এমপি টিটু বলেন, “জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ মাল্টিমিডিয়া ক্লাস রুম তৈরি করছে। বর্তমান সরকার শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের এই কোমলমতি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে তিন তলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

(আরএস/এসপি/আগস্ট ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test