E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর আত্রাই ও পত্নীতলায় পূজা সামগ্রী বিতরণ

২০১৯ অক্টোবর ০৩ ১৭:২১:২৩
নওগাঁর আত্রাই ও পত্নীতলায় পূজা সামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি : ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নওগাঁর আত্রাই থানা পুলিশ ৮৬টি দরিদ্র পরিবারের মাঝে পূজা উপহার সামগ্রী বিতরন করে।

বৃহস্পতিবার দুপুরে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে থানা চত্বরে এসব পূজা সামগ্রী বিতরন করেন, প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়। তিনি আগত দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মানুষদের আসন্ন শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলালসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পূজা উপহার সামগ্রী হিসাবে শাড়ি, লুঙ্গি ও নারিকেল বিতরন করেন।

অপরদিকে নওগাঁর পত্নীতলা উপজেলায় দূর্গপূজা উপলক্ষে অস্বচ্ছল হিন্দু সম্প্রদায়ে ৮শ’ পরিবারের মধ্যে নারিকেল ও চিনি বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদ চত্বরে এসব বিতরন করা হয়। সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও সুরমা কঞ্জুমারসের উদ্যোগে পাটিচরা ইউনিয়নের ৭টি পূজা মন্ডপের আওতায় এই ৮শ’ পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে দু’টি করে নারিকেল এবং আধা কে জি করে চিনি বিতরন করা হয়।

(বিএম/এসপি/অক্টোবর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test