E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় শিশু বলোৎকারের ঘটনায় তোলপাড়

২০১৯ অক্টোবর ২৩ ১৭:২৯:৪৪
আগৈলঝাড়ায় শিশু বলোৎকারের ঘটনায় তোলপাড়

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পাঁচ বছরের শিশু বলোৎকারের ঘটনায় এলাকায় তোলপাড়। ভয়ভীতির দেখিয়ে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া স্থানীয় প্রভাবশালীরা। ঘটনাটি আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের। ঘটনা জানে না থানা। তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করার কথা জানিয়েছেন অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন।  

স্থানীয় বিস্বস্ত সূত্র থেকে জানা গেছে, ভালুকশী গ্রামের মহিউদ্দিন মৃধার পাঁচ বছরের ছেলে আমানত গত রবিবার দুপুরে বাড়ির পাশে খেলছিল। এসময় পাশ্ববর্তি বাড়ির মৃত আবুল বাশার কাজীর ছেলে সজীব কাজী (১৮) তাকে নাড়– খাওয়ানোর কথা বলে নির্জন স্থানে ডিকে নিয়ে জোর করে বলোৎকার করে। অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরলে তার মা জেসমিন বেগম শিশুপুত্রর কাছ থেকে ওই অমানবিক ঘটনা জানতে পারেন।

বিষয়টি এলাকায় জানজানি হলে সজীবের পরিবারকেটনাটি কাউকে না বলার জন্য হুমকী ধামকী দিয়ে চাপের মুখে রেখে গ্রামের প্রভাবশালীদের ম্যানেজে মরিয়া হয়ে ওঠে। শিশু বলোৎকারের তোলপাড়ের ঘটনায় মঙ্গলবার প্রেসক্লাবের সাংবাদিকরা ওই শিশুর বাড়িতে গেলে শিশুর মা তাদের ঘটনার সত্যতা জানিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। সাংবাদিকরা ভালুকশী গ্রাম থেকে ফেরার পরে শিশুটির পরিবারকে জিম্মি করে বিষয়টি স্থানীয় প্রভাবশালী সুরুজ কাজীকে সালিশ মিমাংসার মাধ্যমে ঘটনার সমাধান করতে বররৈও সুরুজ কাজী এই রকম ন্যাক্কার ঘটনার সালিশ করবেন না বলে সজীবের পরিবারকে জানিয়ে দেন।

এ ব্যাপারে স্থনীয় সুরুজ কাজী ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার কাছে সালিশ মিমাংসা করার জন্য প্রস্তাব এসেছিল। তিনি সালিশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন বলেন, তিনি এরকম কোন ঘটনা জানেন না। তবে সংবাদকর্মীদের মাধ্যমে ঘটনা জেনে খোঁজ খবর নিয়ে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।

(টিবি/এসপি/অক্টোবর ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test