E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

২০১৯ অক্টোবর ২৪ ১৭:৫২:২৫
নওগাঁয় হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি : গুজব প্রতিরোধের পাশাপাশি গুজবে আতংকিত না হবার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আবদুল মান্নান মিয়া বিপিএম।

পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল, সাংগঠনিক সম্পাদক মাধব কর্মকার, যুগ্ম সম্পাদক পিযুষ কান্তি সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার, সদস্য সচীব অধ্যাপক প্রনবরঞ্জন বসাক, নওগাঁ ইসকনের অধ্যক্ষ ব্রজরাজ কৃষ্ণ দাস, হিন্দু ওয়ার্ল্ড ফেডারেশনের শংকর রঞ্জন সাহা, নওগাঁ মিশনের রেভাঃ অধির গাঠিয়া, বাপ্পী বাড়ৈ, ডিআইও-১ মোবারক হোসেন, সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন প্রমুখ। সভায় ফেসবুকে গুজব ছড়ানো প্রতিরোধে সকলকে সজাগ থাকার পাশাপাশি গুজবে কান না দিয়ে সকলকে আতংকিত না হবার আহ্বান জানানো হয়।

(বিএম/এসপি/অক্টোবর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test