E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নওগাঁয় ৩ দিন থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ

২০১৯ নভেম্বর ১৯ ১৮:১১:০৪
নওগাঁয় ৩ দিন থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ অঞ্চলে চরম দুর্ভোগে পড়েছে দুরদূরান্তের যাত্রীরা। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে নওগাঁয় তৃতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট।

জেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার ১১টি উপজেলার সকল রুটের মেইল ও লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রাজশাহী ও বগুড়া চলাচলের সকল বাস। ফলে দুরপাল্লার রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

বাস ছাড়া অন্যান্য যানবাহন কম হওয়ায় ভাড়া যেমন দ্বিগুন গুনতে হচ্ছে, তেমনি ভাবে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অতিদ্রুত এই সমস্যা সমাধানের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন নওগাঁ জেলাবাসী।

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি ওমর ফারুক বলেন, আমরা আমাদের পক্ষ থেকে চালকদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তাদের একটাই দাবী পাশ করা নতুন সড়ক পরিবহন আইন সংশোধন করতে হবে। তা না হলে এই ধর্মঘট চলতে থাকবে।

(বিএম/এসপি/নভেম্বর ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test