E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর বাজারগুলোতে শীতকালীন সব্জির সমারোহ, দাম চড়া

২০১৯ নভেম্বর ২৪ ১৭:৪৪:২১
নওগাঁর বাজারগুলোতে শীতকালীন সব্জির সমারোহ, দাম চড়া

নওগাঁ প্রতিনিধি : আবাদ উদ্বৃত্ত উত্তরের নওগাঁ জেলার বিভিন্ন হাট-বাজারে বিপুল পরিমান শীতকালীন শাকসবজি আমদানী হচ্ছে। তবে দাম বেশ চড়া। ফুলকপি ৫০ থেকে ৭০ টাকা পিস, বাঁধাকপি ৪০ থেকে ৬০টাকা পিস, নতুন আলু ১০০ টাকা কেজি, সীম ৭০ থেকে ৯০ টাকা কেজি, বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি, পালং শাক ৪০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবার নওগাঁ জেলায় চলতি শীত মৌসুমে মোট ৮ হাজার ৭শ’ ১০ হেক্টর জমিতে শাকসব্জির আবাদ হয়েছে। এই পরিমান জমি থেকে ১ লাখ ৮৮ হাজার ১শ’ ৩৬ মেট্রিক টন আবাদের প্রত্যাশা কৃষিবিভাগের।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর শাকসব্জির আবাদ ভালো হয়েছে। একদিকে কৃষকরা যেমন ভালো দাম পাচ্ছেন, অন্যদিকে সাধারন ক্রেতাদের ক্রয়ক্ষমতার নাগালের মধ্যেই রয়েছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম বলেন, চলতি মৌসুমে কুষকরা শীতকালীন সব্জির মধ্যে বেগুন, ফুলকপি, বাঁধা কপি, সীম, লালশাক, পালং শাক, মুলা, বরবটি, গাজর, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, করলা ইত্যাদি আবাদ করেছেন। নওগাঁ জেলা শহরের প্রধান বাজারসহ শহরের বিভিন্ন মহল্লা এবং উপজেলা সদরসহ গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতে এখন এসব সব্জির বিপুল সমারোহ পরিলক্ষিত হচ্ছে। তবে দাম আস্তে আস্তে কমে যাবে।

জেলায় উপজেলা ভিত্তিক শতিকালীন শাকসব্জি আবাদ এবং উৎপাদনের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ১শ’ ৫০ হেক্টর জমিতে ২৪ হাজার ৮শ’ ৪০ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ২শ’ ৮৫ হেক্টর জমিতে ৬ হাজার ১শ’ ৫৫ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ৪শ’ হেক্টর জমিতে ৮ হাজার ৬শ’ ৪০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ১ হাজার ১শ’ ৪৫ হেক্টর জমিতে ২৪ হাজার ৭শ’ ৩০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ১শ’ ৮৫ হেক্টর জমিতে ২৫ হাজার ৫শ’ ৯৫ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ৬শ’ ৮০ হেক্টর জমিতে ১৪ হাজার ৬শ’ ৯০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ১ হাজার ১শ’ ১০ হেক্টর জমিতে ২৩ হাজার ৯শ’ ৭৬ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ৫শ’ ২০ হেক্টর জমিতে ১১ হাজার ২শ’ ৩০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ৩শ’ ৮০ হেক্টর জমিতে ৮ হাজার ২শ’ ১০ মেট্রিক টন, মান্দা উপজেলায় ১ হাজার ২শ’ ৩০ হেক্টর জমিতে ২৬ হািজার ৫শ’ ৭০ মেট্টিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ৬শ’ ২৫ হেক্টর জমি থেকে ১৩ হাজার ৫শ’ মেট্রিক টন শাকসবজি উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

(বিএম/এসপি/নভেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test