E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্রেতা সেজে ফলের দোকানীকে ৫ দিনের কারাদণ্ড

২০১৯ ডিসেম্বর ২২ ১৮:২৩:০১
ক্রেতা সেজে ফলের দোকানীকে ৫ দিনের কারাদণ্ড

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ক্রেতা সেজে ফলের দোকানী আব্দুল কাদিরকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম। কেন্দুয়া পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শনিবার রাতে তাকে বিনাশ্রম কারাদন্ড দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। রবিবার তাকে নেত্রকোনা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার কয়েক মাস আগে পলিথিন নিষিদ্ধ ঘোষনা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দুয়া পৌরসভা সহ সকল হাট বাজারে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে ব্যাপক প্রচারণা চালানো হয়। এর আগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনেক দোকানীর কাছ থেকে জরিমানার টাকাও আদায় করা হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী গোপনে গোপনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার করছে বলে খবরপান উপজেলা প্রশাসন।

ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম জানান, পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন পরিচালনা করতে গিয়ে, ক্রেতা সেজে ফলের দোকানে গিয়ে ফল ক্রয় করার পর পলিথিন ব্যাগ রাখার অপরাধে ১৯৯৫ সালের ৬ (ক) ধারার বিধান লঙ্ঘন করার অপরাধে ১৫ (১) ধারার আওতায় দোকান মালিক আব্দুল কাদিরকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

(এসবি/এসপি/ডিসেম্বর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test