E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৈয়দ আবু সাদেকের কৃতি চিরদিনের

২০১৯ ডিসেম্বর ২২ ১৮:৪৬:৪২
সৈয়দ আবু সাদেকের কৃতি চিরদিনের

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : সৈয়দ আবু সাদেকের রেখে যাওয়া কৃতি রবে চিরদিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকারে দেশ স্বাধীনতার কয়েক বছর পর উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় স্থাপনের জন্য এক খন্ড ভূমি দান করেছিলেন। সেই ভূমিতেই স্থাপন করা হয় মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়। 

স্থানীয় মুক্তিযোদ্ধাগণ প্রায়শই গর্ব করে বলে থাকেন সৈয়দ আবু সাদেক স্যারের অবদানে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড কার্যালয় নিজস্ব ভূমিতে নির্মিত হয়েছে। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা যখন তাদের বসার জন্য নির্দিষ্ট কোন স্থান খোঁজে পাচ্ছিলেন না, সেই সময় সৈয়দ আবু সাদেক মুক্তিযুদ্ধের চেতনাকে জাগিয়ে রাখার জন্য মুক্তিযোদ্ধাদের আহ্বানে সারা দিয়ে মূল্যবান এক খন্ড ভূমি স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলার সামনে অত্যান্ত গুরুত্বপূর্ণ স্থানে দান করলেন।

কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান ও সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুস খন্দকার লালচান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সৈয়দ আবু সাদেক স্যার মুক্তিযোদ্ধাদের অনেক শ্রদ্ধা ও সম্মান করতেন। তিনি আমাদের আহ্বানে সারা দিয়ে যে ভূমিটি দান করেছিলেন সেখানেই আমরা দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড কার্যালয় পরিচালনা করে আসছি।

তথ্য অনুসন্ধানে আরো বেড়িয়ে আসে কেন্দুয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন গণপরিষদ সদস্য প্রয়াত হাদিস উদ্দিন চৌধুরী দেশ স্বাধীনতার পর কেন্দুয়ার ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের সন্তান আদর্শ শিক্ষায় শিক্ষিত সৈয়দ আবু সাদেক-কে সিলেটের একটি প্রতিষ্ঠান থেকে চাকুরী ছাড়িয়ে এনে ঐতিহ্যবাহী জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেন।

সৈয়দ আবু সাদেক ১৯৭৩ সনের ২৮ মে থেকে শুরু করে ১৯৯১ সালের ১৮ মার্চ পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও আদর্শীকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা পেশায় তার আদর্শ চির ভাষ্কর হয়ে থাকবে।

এ দাবী কেন্দুয়া অঞ্চলের শত শত ছাত্রজনতা, বুদ্ধিজীবী ও সুধী মহলের। তিনি মুক্তিযোদ্ধা সংসদের ভূমির অনুদান সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, এক হিন্দু বিধবা নারীকে জমিদান করা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনে ভূমি দান করেছেন। তার স্ত্রী সৈয়দা নূর মহল সাদেক ছিলেন একজন স্বভাব কবি।

লোকজ সংস্কৃতির আহরণ এবং স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা রচনা করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও লোকজ সংস্কৃতির চারণভূমি কেন্দুয়া অঞ্চলের মুক্তিযুদ্ধ ও লোকজ সংস্কৃতির ইতিহাস সংরক্ষনে একটি সংগ্রহশালার পরিকল্পনা করছেন সৈয়দ আবু সাদেক ও সৈয়দা নূর মহল সাদেকের কৃতি সন্তান সৈয়দ আবু আবেদ সাহের। সৈয়দ আবু সাদেক ও সৈয়দা নূর মহল সাদেক তাদের কৃতির কারণেই অম্লান থাকবেন চিরদিন।

(এসবি/এসপি/ডিসেম্বর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test