E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে অবৈধ নদী দখল উচ্ছেদ অভিযান

২০১৯ ডিসেম্বর ২৩ ১৭:৪২:৫৪
নাগরপুরে অবৈধ নদী দখল উচ্ছেদ অভিযান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ ভাবে দখলকৃত খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার পানানে নোয়াই নদী দখল করে অবৈধ গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়। 

জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী/ খাল জলাশয় পূনঃখনন (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নোয়াই নদীতে অবৈধ দখল মুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ মোস্তাদী কাদেরীর দিক নির্দেশনায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপ-বিভগীয় প্রকৌশলী, টাঙ্গাইল পওর উপবিভাগ-২ বাপাউবো টাঙ্গাইল মো. ইমাদাদুল হক এর উপস্থিতত্বে দখল মুক্ত অভিযান পরিচালিত হয়।

উপজেলার পানান মোজায় ১নং খাস খতিয়ান , দাগ নং ১৭০৭ ও ১৭০৬ শ্রেণী: নদী/রাস্তা প্রায় ৩০ শতাংশ অবৈধ ভাবে দোকানপাট উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিল অবৈধ দখলদাররা।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, পানান নোয়াই নদীর উদ্ধারকৃত জায়গায় বাঁশের বেষ্টনী দেয়া হয়েছে। ভবিষ্যতে এই জমিতে অবৈধ দখল বা অবৈধ স্থাপনা নির্মাণ হতে বিরত থাকার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড সকলের উদ্দেশ্যে টানিয়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি নদী ও খাল দখলমুক্ত করা হবে।

এ সময় সদর ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএস/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test