E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন কাল

২০১৯ ডিসেম্বর ২৫ ১৭:০৪:১৭
রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন কাল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রায় ২ কোটি ২৪ লক্ষ টাকা ব্যায়ে সদ্য নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হবে আগামীকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার। নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে সকাল সাড়ে ১০ টায় জেলার ১১ টি উপজেলায় নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন একযোগে উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হারুন অল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাণীনগর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, “উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান” শীর্ষক প্রকল্পের আওতায় রাণীনগর উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান কাজের টেন্ডার দেয়া হয়। ৫ তলা ফাউন্ডেশনের উপর ৩ তলা ভবন নির্মানে বরাদ্দ দেয়া হয় ২ কোটি ২৩ লক্ষ ৮৯ হাজার ৪৪৪ টাকা।

গত বছরের ২ অক্টোবর স্থানীয় এমপি মো: ইসরাফিল আলম আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। ভিত্তিপ্রস্তর শেষে সংশ্লিষ্ঠ ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেন। ওই স্থানে তিন তলা পর্যন্ত ভবন নির্মান কাজ শেষে গত বছরের ২৮ নভেম্বর হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা।

রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেন বলেন, উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা আরো এক ধাপ এগিয়ে গেল। তিনি বলেন, অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন অর্থভাবে চিকিৎসা বা ছেলে মেয়েদের পড়া লেখা করাতে পারছেন না। এখন থেকে প্রতি মাসে কমপ্লেক্স থেকে যে অর্থ আসবে তা মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সন্তানদের পড়া লেখাসহ তাদের কল্যানে ব্যয় করা হবে। ফলে অতিরিক্ত সুবিধার আওতায় আসলো উপজেলার মুক্তিযোদ্ধারা।

(এসকেপি/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test