E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে আধুনিক সঠিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছেন সরকার : খাদ্যমন্ত্রী

২০১৯ ডিসেম্বর ২৫ ১৮:১২:৪৬
দেশে আধুনিক সঠিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছেন সরকার : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকার দেশে আধুনিক, যুগোপযোগি সঠিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছেন। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সমুহের অবকাঠামোগত এবং মানসম্মত শিক্ষার উন্নয়ন ঘটিয়ে সুশিক্ষার পথ প্রশস্থ করা হয়েছে। স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের মর্যাদা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। তাই শিক্ষকদের একমাত্র কর্তব্য নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের মাঝে সঠিক শিক্ষা বিতরন করা। 

বুধবার দুপুর ১টায় নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা আর বি উচ্চ বিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে বর্ক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বালুভরা আর বি উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহিদুজ্জামান সরকার বাবলু এমপি, নওগাঁ-৬ (আত্রাই- রানীননগর) আসনের এমপি মোঃ ইসরাফিল আলম, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, পরিকল্পনা মন্ত্রনালয়ের তথ্য ব্যবস্থ্পানা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এবং বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে সব কিছু করছে। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে সম্পূর্ন বিনামুল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে। স্কুল কলেজ মাদ্রাসার অত্যাধুনিক ভবন নির্মান করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরন নিশ্চিত করা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের গুনগত মানসম্পন্ন শিক্ষা বিতরনের ক্ষেত্রে শিক্ষকদের কোন অবহেলা সহ্য করা হবেনা। ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল যাতে ক্রমান্বয়ে উন্নতির দিকে যায় সেই চেষ্টা শিক্ষকদের করতে হবে।

অপরদিকে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টায় নওগাঁয় ২০১৮ ও ২০১৯ সালের জেলা শিল্পকলা একাডেমী সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় সাংস্কৃতির বিভিন্ন মাধ্যম জনগনকে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করতে উদ্বুদ্ধ ও উজ্জীবিত করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহবানে মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধের কবিতা, গণসংগীতের মাধ্যমে দেশের সাংস্কৃতিক কর্মীরা আপামর জনগনকে অস্ত্রহাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহনে উদ্বুদ্ধ করেছিলেন বলেই আমাদের স্বাধীনতা তরান্বিত হয়েছিল।

মন্ত্রী বলেন, দেশে সাংস্কৃতির চর্চ্চা কমে যাওয়ার ফলে জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠেছে। সাংস্কৃতির সুস্থ্য ধারা কমে যাওয়ার ফলে দেশে অপসাংস্কৃতির চর্চ্চা বৃদ্ধি পেয়েছে। কাজেই জঙ্গিবাদ ও অপসাংস্কৃতি দুর করতে সাংস্কৃতিক চর্চ্চা সম্প্রসারিত করতে হবে। বর্তমান সরকার দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, মাদক থেকে জাতিকে মুক্ত করতে সারা দেশে সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে সারা দিয়ে তিনি দেশের সকল সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সুস্থ্য ধারার সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত সন্মাননা প্রদান অনুষ্ঠানে ২০১৮ সালের সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৪ গুণী ব্যক্তি ও ১টি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন এবং ২০১৯ সালের অনুরুপ ৪ গুণী ব্যক্তি ও ১টি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে সন্মাননা প্রদান করা হয়। একে একে এসব গুণী ব্যক্তি ও সংগঠনকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয়, সন্মাননা স্মারক ও সন্মানীর চেক তুলে দেন প্রধান অতিথি। প্রত্যেক ব্যক্তি ও সংগঠনকে ১০ হাজার টাকার একটি করে চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সন্মাননাপ্রাপ্ত ব্যক্তি ও সংগঠনসমূহ হলো, ২০১৮ সালের জন্য নাট্যকলায় এস এম জহুরুল ইসলাম ইদুল, লোক-সংস্কৃতিতে স্বপন চন্দ্র বর্মন, যন্ত্রশিল্পে অখিল চন্দ্র সূত্রধর, কন্ঠ সংগীতে অরুপ কুমার দাস ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। ২০১৯ সালের জন্য নাট্যকলায় মোঃ জাহাঙ্গীর ইসলাম বুলবুল, সংস্কৃতি গবেষক হিসেবে মো. খোসবর আলী, যন্ত্রশিল্পে আলাউদ্দিন আলী মোল্লা মিজান, কন্ঠসংগীতে মোঃ হাবিবুর রহমান ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে আবৃত্তি পরিষদ নওগাঁ । পরে এ উপলক্ষে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলে।

(বিএম/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test