E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী কালু ১২ দিন পর গ্রেফতার

২০১৯ ডিসেম্বর ২৮ ১৫:৩৫:৪৬
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী কালু ১২ দিন পর গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম কালুকে ১২দিন পর গ্রেফতার করেছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, মাদক দ্রব্য নিয়স্ত্রন আইনে দায়ের করা মামলার বাদী এসআই তৈয়বুর রহমান শুক্রবার রাতে অভিযান চালিয়ে বারপাইকা গ্রাম থেকে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী দক্ষিণ শিহিপাশা গ্রামের সৈয়দ আমজেদ এর ছেলে জহিরুল ইসলাম কালু (২৫)কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত কালু ১৫ডিসেম্বর আগৈলঝাড়া থানায় দায়ের করা ৮নং মাদক মামলার এজারভুক্ত আসামী।
ওই দিন পুলিশ বারপাইকা বাজার থেকে উত্তর শিহিপাশা গ্রামের আফতাব ফরিয়ার ছেলে মামুন ফরিয়া (৩৫)কে ৮৫পিচ ও তার অপর সঙ্গী মাদক ব্যবসায়ি রাংতা গ্রামের বারেক খলিফার ছেলে শাহীন খলিফা (২৫) ১৭পিচসহ মোট ১০২পিচ ইয়াবাসহ এসআই তৈয়বুর রহমান গ্রেফতার গ্রেফতার করলেও মাদক ব্যবসায়ি কালু পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

২০১৮ সালের ১ নভেম্বর কালু ও তার সহযোগীকে উপজেলা হাসপাতালের আবাসিক ভবনে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের বিচারক তৎকালীন ইউএনও বিপুল চন্দ্র দাস দুই বছরের বিনাশ্রম কারাদন্ডর রায় প্রদান করেছিলেন। গ্রেফতারকৃত কালুকে শুনবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test