E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে তৌহিদী জনতার বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

২০২০ মার্চ ০৩ ১৭:৩২:১৭
বরিশালে তৌহিদী জনতার বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ভারতে মুসলমানদের ওপর বর্বর নির্যাতন, গণহত্যা, ঘর-বাড়ি, মসজিদ-মাদ্রাসা ও পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং বাংলাদেশে নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় আমন্ত্রন বাতিলের দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়েছে। বরিশালের সর্বস্তরের ওলামা-মাশায়েক ও তৌহিদী জনতার ব্যানারে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

নগরীর বাজার রোডের জামিয়া আরাবিয়া খাজা মঈন উদ্দিন চিশতী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে বিক্ষোভ সভায় বক্তরা বলেন, মুসলিম হত্যাকারী সন্ত্রাসী গুজরাটের কসাই মোদিকে বাংলার মাটিতে সংবর্ধনা দেয়া হলে এদেশের ওলামা মাশায়েক ও তৌহিদী জনতা মুসলিম সমাজ বুকের রক্ত দিয়ে মোদির আগমন প্রতিহত করবে।

তারা আরও বলেন, দেশের মুসলিম সমাজ যদি একবার জেগে উঠে তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন তারা কিন্তু মুসলমাদের প্রতিহত করতে পারবেন না। তাই মোদিকে সংবর্ধনা দেয়া থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি বক্তারা আহবান করেন। পাশাপাশি জাতীয় সংসদে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রস্তাব পাশ করার আহবান করেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ওবাইদুর রহমান, মহানগর ইমাম সমিতি সভাপতি কাজী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলম, মুফতী সাব্বির আহম্মেদ, মাওলানা আহম্মদ আলী কাসেমী, মাওলানা রুহুল আমীন, রফিকুল ইসলাম, আব্দুল খালেক পীর সাহেব হরিণাফুলিয়া, তৌফিকুল ইসলাম, মুফতী ওমর বিন নূরুল্লাহ, আব্দুর রব প্রমুখ। পরে ভারতে নিহত মুসলমানদের আত্মার শান্তি কামনাসহ সারাবিশ্বের মুসলীম উম্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এর পূর্বে নগরীর বিভিন্নস্থানের মসজিদ ও মাদরাসা থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মোদর কুশপুতুল, ফেস্টুন, ব্যানার ও প্লেকার্ড বহন করে মিছিল সহকারে সমাবেশস্থল টাউন হল এলাকায় জড়ো হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সদররোডে মোদির কুশপুতুলে অগ্নিসংযোগ করে। পরে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

(টিবি/এসপি/মার্চ ০৩, ২০২০)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test