E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুজিববর্ষে বাকেরগঞ্জে সাত দিনব্যাপী বই মেলা

২০২০ মার্চ ০৪ ১৭:৪৮:৫৪
মুজিববর্ষে বাকেরগঞ্জে সাত দিনব্যাপী বই মেলা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভবিষ্যত প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার জন্য জেলার বাকেরগঞ্জ উপজেলার ঐতিহাসিক কলসকাঠী বিএম একাডেমী প্রাঙ্গণে সাত দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে।

বুধবার সকালে মেলা ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম জানান, কলসকাঠী বিএম একাডেমীর আয়োজনে আগামী ৬ মার্চ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কতা রয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকমল হোসেন খান।

১২ মার্চ সাত দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা চেয়ারম্যান সামসুল আলম চুন্নু, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তালুকদার।
রফিকুল ইসলাম আরও জানান, ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মেলায় পেপারসফট, এমদাদিয়া লাইব্রেরি, কালিকলম প্রকাশনা, বার্ড পাবলিকেশন্স, ইরা প্রকাশনী, গতিধারা, শিখা প্রকাশনী, শিশুরাজ্য, কানন, ত্রয়ী, শ্রাবন ও ভাষাপ্রকাশ প্রকাশনীসহ স্থানীয় আরও একাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী বই মেলাকে ঘিরে কলসকাঠী এলাকায় এখন উৎসবের আমেজে পরিনত হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ০৪, ২০২০)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test