E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে নারী দিবসে আঁধার ভাঙার শপথ

২০২০ মার্চ ০৮ ১৮:১৭:৪২
বরিশালে নারী দিবসে আঁধার ভাঙার শপথ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে শনিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক প্রজ্জ্বলন করা হয়েছে।

আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি রাবেয়া খাতুন, আইসিডিএ’র নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সহ-সভাপতি পুষ্প রানী চক্রবর্তী, এনজিও কর্মী হাসিনা বেগম নীলা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে আঁধার ভাঙার শপথ অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলন করার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সবশেষে আঁধার ভাঙার শপথ গ্রহণ করা হয়।

(টিবি/এসপি/মার্চ ০৮, ২০২০)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test