E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ দিন বন্ধ ঘোষণা হলেও কর্মস্থল ছাড়া যাবে না

কেন্দুয়ায় সন্ধ্যা ৭টা থেকে সব দোকানপাঠ বন্ধের নির্দেশ

২০২০ মার্চ ২৪ ১৮:৪৬:০৫
কেন্দুয়ায় সন্ধ্যা ৭টা থেকে সব দোকানপাঠ বন্ধের নির্দেশ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : করোনা ভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতন হওয়ার লক্ষ্যে সন্ধ্যা ৭টা থেকে উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সব দোকানপাঠ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম এ আদেশ জারী করে সর্বত্র মাইকে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

এদিকে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ঠেকাতে চলছে বাজারে বাজারে মনিটরিং কার্যক্রম। করোনা ভাইরাস মোকাবেলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি বেসরকারী সব কর্মকর্তা কর্মচারীদের সাধারন ছুটি ঘোষণা করা হয়েছে। তবে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকেই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার সব দপ্তরে দপ্তরে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। সরকার ও প্রশাসনের ডাকে গণ পরিবহন চলাচল কমে আসছে। এছাড়া সাধারণ ছোট ছোট যানবাহনও চলাচল কমতে শুরু করেছে। এর ফলে শ্রমজীবী মানুষেরা অনেকটাই বেকায়দায় পড়তে শুরু করেছেন।


(এসবি/এসপি/মার্চ ২৪, ২০২০)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test