E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে বাসি মাংস বিক্রির দায়ে জরিমানা

২০২০ এপ্রিল ১১ ২২:৩৭:২৭
ঈশ্বরদীতে বাসি মাংস বিক্রির দায়ে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর জয়নগর শিমুলতলা এলাকায় বাসি মাংস বিক্রির দায়ে শরিফুল ইসলাম (৩০) নামের এক মাংস ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল শনিবার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে জয়নগর শিমুলতলার কয়েকজন মাংস ব্যবসায়ী পচা-বাসি মাংস বিক্রি করছেন বলে এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত শনিবার ওই বাজারে অভিযান চালান। এ সময় আদালত ২০১১ সালের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ১১ ধারায় পচা-বাসি মাংস বিক্রির দায়ে শরিফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মমতাজ মহল জানিয়েছেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ১১, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test