E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোটরসাইকেলে ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি নাজিরগঞ্জের রফিক মন্ডল !

২০২০ এপ্রিল ১৯ ১৫:৪৭:৪২
মোটরসাইকেলে ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি নাজিরগঞ্জের রফিক মন্ডল !

পাবনা প্রতিনিধি : নিজের কাঁধে, কখনও নিজের মোটরসাইকেল নিয়ে , কখনো হেটে, কখনো ভ্যানে চড়ে, দুস্থ, অসহায়, দরিদ্র, হতদরিদ্র, কর্মহীন গৃহবন্দি মানুষগুলোর পাশে সরকারি ,দলীয় এবং নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে হাতে হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রফিক মন্ডল। 

জীবনঘাতক করোনা ভাইরাসে পুরো বিশ্ব যখন আক্রান্ত। ছটফট করে চলে যাচ্ছে প্রতিনিয়ত লাখো প্রাণ। আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। এই মরণঘাতি ভাইরাসের ছোঁয়া এসে পড়েছে বাংলাদেশেও।

নানা শ্রেণিপেশার মানুষ যখন হোমকোয়ারেন্টাইনে। বাড়ি থেকে বের না হয়ে, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থান করছেন। সে সময়ে নিজের জীবনের তোয়াক্কা না করেই পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোঃ রফিক মন্ডল নিজ মটরসাইকেল নিয়ে নাজিরগঞ্জের প্রতিটি গ্রাম চষে বেড়াচ্ছেন।

নাজিরগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শাহিদা খানম (৭০) ও বালিয়ডঙ্গির সাকিরুল বিবি(৬০) জানান বাড়িতে খাবার ছিল না রফিক ভাইকে ফোন করে জানালে আমার বাড়িতে এসে রফিক মন্ডল চাল,ডাল,আটা,তেল দিয়ে যায় সৃষ্টিকর্তার কাছে তার মঙ্গল কামনা করি। আগামীতে রফিক মন্ডলকে নাজিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখবের চাই যাতে আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ায় ।

গত কয়েকদিনে নাজিরগঞ্জ ইউনিয়নের ভূক্তভোগীর মধ্যে নিজে উপস্থিত থেকে এবং বাড়ি বাড়ি গিয়ে নিজের মটরসাইকেলের পিছনে খাদ্যসামগ্রী বেঁধে নিয়ে পৌছে দিয়েছেন খেটে খাওয়া দিন মজুর ও হতদনিদ্র মানুষের বাড়িতে ।

রফিক মন্ডল বলেন, সরকারি ত্রাণ সহায়তা ছাড়াও নিজ উদ্যোগে চাল, আলু, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী হতদরিন্দ্র বিভিন্ন দরিদ্র পরিবারে পৌছে দিয়েছি।

আমি বিশ্বাস করি, সরকারি যে বরাদ্দ ইউনিয়ন পরিষদে আসে। সুষ্ঠু ও সঠিক ভাবে বিতরণ করা হলে খাদ্য সংকট হবে না- কেউ না খেয়ে থাকবেন না। কিন্তু অনেক স্থানেই ত্রাণের বরাদ্দ সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে না। নাজিরগঞ্জ ইউনিয়নের একটি পরিবারও না খেয়ে থাকবে না এটা আমার বিশ্বাস ও বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে শতভাগ বিশ্বাস রাখছি।

মধ্যবিত্ত পরিবারগুলোতে সব সময় খোঁজ রাখছি এবং নিজ সাধ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। তিনি বলেন এলাকায় অনেক কোটিপতি মানুষ আছে কিন্তু কেউ এগিয়ে আসছে না । নির্বাচন এলে অনেক ব্যবসায়ী, আমলা, শিল্পপতিরা পাজারো গাড়ী নিয়ে এলাকায় এসে বড় বড় বুলি মারলেও এখন কেউ এই হতদরিদ্র এসব গরিব মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না । আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই করোনাভাইরাস দূর্যোগ আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে এবং প্রশাসনের সার্বিক সহযোগীতায় ভালভাবেই মোকাবেলা করতে পারবেন । রফিক মন্ডলের মতো এমন মানবতার উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারাদেশে এ প্রত্যাশা সকল পাবনাবাসীর ।

(পিএস/এসপি/এপ্রিল ১৯, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test