E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাগুরার লাঙ্গলবাঁধ বাজারে শতাধিক দোকান ভাঙচুর

২০২০ মে ০৬ ১৮:৩৮:৪০
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাগুরার লাঙ্গলবাঁধ বাজারে শতাধিক দোকান ভাঙচুর

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজলোর লাঙ্গলবাঁধ বাজারে পার্শ্ব¦বর্তী ঝিনাইদহে শৈলকূপা উপজলার ধলহরাচন্দ্র্র ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে অর্তকিত হামলা চালিয়ে শ্রীপুরের গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যার বাজার কমিটির অফিসসহ বাজারের শতাধিক দোকানঘর ভাংচুর ও লুটপাট করেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে শ্রীপুর ও শৈলকূপা থানার পুলিশ মোতায়নে করা হয়েছে।

বাজারের ব্যবসায়ী আবদুর রাজ্জাক জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার সন্ধ্যায় শৈলকুপার উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের সমর্থক মালিথিয়া গ্রামের সুজন সরকার ও শ্রীপুর উপজলোর ১নং গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মোল্যার সমর্থক ও একই গ্রামের শহীদের দলীয় লোক শ্রীপুর উপজেলার চাকদা গ্রামের রুবেল ও জিনারুলের সাথে বাকবিতন্ডা হয়।

এরই সূত্র ধরে মঙ্গলবার দুপুরে ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের নেতৃত্বে বিভিন্ন গ্রাম থেকে ৪ থেকে ৫ শত লোক জোটবদ্ধ হয়ে লাঙ্গলবাঁধ বাজারে গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যার ব্যবহৃত বাজার কমিটির অফিস ঘরসহ বাজারের শতাধিক দোকান ঘর ভাঙচুর ও লুটপাট করে। সেই সাথে তার (আবদুর রাজ্জাক) দোকান থেকে ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় উভয় চেয়ারম্যান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেনে। ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস বলেন, হালিম চেয়ারম্যানের লোকজন সোমবার সন্ধ্যায় তার ইউনিয়নের নতুনভূক্ত মালিথিয়া গ্রামের সুজন সরকারের বাড়িতে হামলা করে। পরে মঙ্গলবার সকালে পুনরায় তার এলাকায় হামলা চালানোর জন্য আসার খবরে তার এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের মোকাবেলা করতে এ হামলা চালিয়ে থাকতে পারে।

তবে গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মোল্যা বলেন, করোনা ভাইরাসের কারণে মাগুরা-১ আসনের এমপি সাহেব ও প্রশাসনের নির্দেশে লাঙ্গলবাঁধ বাজারে তার ইউনিয়নের লোকজন চেকপোষ্ট বসাতে গেলে এবং বাজারের পাশে গড়াই নদীর ঘাটে লোক পারাপার বন্ধ করতে গেলে মতিয়ার চেয়ারম্যানের লোকজন বাধা দেয়। এ নিয়ে বিরোধের কারণে মঙ্গলবার মতিয়ার চেয়ারম্যানের কয়েক শ’ লোক একজোট হয়ে বাজারে আমার অফিসসহ প্রায় শতাধিক দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বলেন, বর্তমানে লাঙ্গলবাঁধ বাজার উভয় থানা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শৈলকূপা থানার ওসি বজলুর রহমান বলেন, পুনরায় যাতে কোন ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

(ডিসি/এসপি/মে ০৬, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test