E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ধৈর্য্য ও ত্যাগের মহিমায় মিলেমিশে করোনা সংকট মোকাবেলা করতে হবে’

২০২০ মে ২৫ ১৬:৩৩:৪৭
‘ধৈর্য্য ও ত্যাগের মহিমায় মিলেমিশে করোনা সংকট মোকাবেলা করতে হবে’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় ঈদের জামায়াতে প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গালিব রহমান শরীফ ধৈর্য্য, সহনশীল ও ত্যাগের মহিমায় সবাইকে মিলেমিশে জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে করোনা সংকট মোকাবেলার আহব্বান জানিয়েছেন। 

সকালে শরীফ পরিবারের সকল সদস্য বাপ-দাদার পৈত্রিক নিবাস ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় জামে মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের নামায আদায় করেন। নামায শেষে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পিতা প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্তানে পরিবারের সদস্যরা মরহুম শামসুর রহমান শরীফের কবর জ্বিয়ারত করেন।

এসময় গালিব শরীফ ঈশ্বরদী ও আটঘোরিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মহামারী ও জীবহানির মধ্যে এবারে ঈদ ভিন্ন আংগিকে আমাদের মাঝে এসেছে। এরমধ্যেও পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপনের জন্য সবার প্রতি প্রত্যাশা রইল।’

(এসকেকে/এসপি/মে ২৫, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test