E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুর বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আ'লীগের যুগ্ম সম্পাদককে অব্যাহতি

২০১৪ আগস্ট ১৪ ১৪:৩৯:৫৪
শেরপুর বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আ'লীগের যুগ্ম সম্পাদককে অব্যাহতি

শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলা নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন মিনালকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৩ আগস্ট বুধবার রাতে শহরের চকবাজার এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মিনহাজ উদ্দিন মিনাল বর্তমানে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান।

জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগ সভাপতি আতিউর রহমান আতিকের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের ৬৭ জন সদস্যের মধ্যে ৪৭ জন উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, যুগ্ম সম্পাদক ও দল সমর্থিত উপজেলা চেয়ারমান প্রার্থী সানোয়ার হোসেন ছানু, অ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী অব্যাহতি প্রাপ্ত মিনালের সাথে কোন ধরনের নির্বাচনী প্রচার, সমর্থন প্রদান কিংবা কর্মকান্ডে জড়ালে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় জানানো হয়, মিনহাজ উদ্দিন মিনালকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য শেষ সময় পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিলো। এমনকি সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে ৮ সদস্যের জেলা আওয়ামী লীগের একটি কমিটি তাকে বারবার বুঝালেও মিনাল তার মনোনয়নপত্র প্রত্যাহার না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এদিকে, সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৩৯ শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানমালা যথাযোগ্যে মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন মিনালকে তার পদ থেকে অব্যাহতি দানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা আওয়ামী লীগের সভায় দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট শেরপুর সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(এইচবি/এএস/আগস্ট ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test