E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে মধুটিলা ইকোপার্কে নব দম্পতিকে যৌন নিপীড়ন

২০১৪ আগস্ট ১৪ ১৫:২৭:০১
শেরপুরে মধুটিলা ইকোপার্কে নব দম্পতিকে যৌন নিপীড়ন

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে ভ্রমনে গিয়ে এক নব দম্পতি যৌন নিপীড়ন ও বখাটেদের দ্বারা নিগ্রহের শিকার হয়েছে। এমনকি ওই যৌন নিপীড়ন ও নিগ্রহের অশ্লীল ভিডিও ও ছবি পর্নেগ্রাফি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে।

এতে মুষড়ে পড়েছেন ওই নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা। লোকলজ্জার ভয়ে ঘটনাটি প্রথমে প্রকাশ না করলেও অশ্লীল ভিডিও-ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় নিপীড়নের শিকার তরুণী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছে। ঘটনার ২৭ দিন পর ১৩ আগষ্ট বুধবার রাতে নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ীর এক নববিবাহিত দম্পতি গত ১৬ জুলাই মধুটিলা ইকোপার্কে বেড়াতে গেলে স্থানীয় ৩ বখাটে শফিকুল ইসলাম (৩২), আব্দুস সালাম (৩০) ও আমির হোসেন ওরফে মনু মিয়া (২৫) তাদের পিছু নেয়। একপর্যায়ে ‘ওয়াচ টাওয়ারের’ উত্তর দিকের একটি টিলায় বসে থাকা অবস্থায় দম্পতিকে জিম্মি করে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় এবং উভয়কে বিবস্ত্র করে যৌন নিপীড়ন করে এবং মোবাইলে ভিডিও-ছবি ধারণ করে। এরপর তাদের ছেড়ে দিলে কিছুক্ষণ পরই বিষয়টি পার্ক কর্তৃপক্ষের নজরে আসে। ততক্ষণে ওই বখাটেরা পালিয়ে যায়।

এসময় ওই দম্পতি চলে এলেও পরবর্তীতে বখাটেরা মোবাইলে ধারণকৃত ভিডিও ক্লিপটি যত্রতত্র ছড়িয়ে দেয়। ঘটনা শুনে পুলিশ এঘটনার কোন অভিযোগ না পাওয়ায় পিছু হটে। একপর্যায়ে তরুনীটির সঙ্গে তার নতুন বর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে বাধ্য হয়ে মেয়েটি ১৩ আগস্ট বুধবার রাতে নালিতাবাড়ী থানা পুলিশের শরনাপন্ন হয়। পরে পুলিশ অভিযুক্তদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ১০/৩০ ও তৎসহ পর্ণোগ্রাফি আইন ২০১২ এর ৮ (১,২,৩) ধারায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক আরিফ জানান, ঘটনাটি অত্যন্ত জঘন্য। শুনেছি, আসামীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে তারা যেখানেই থাকুক গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

(এইচবি/জেএ/আগস্ট ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test