E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আগৈলঝাড়ায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল

২০২০ ডিসেম্বর ২০ ১৫:৪৯:২৭
জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আগৈলঝাড়ায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কুষ্ঠিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে সরকারের প্রতি দেশব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের আহ্বান জানিয়ে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে রবিবার সকাল সাড় দশটায় শিক্ষক সমিতির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকসহ উল্লেখযোগ্য সহকারী শিক্ষকমন্ডলীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে মানবন্ধন চলাকালিন সময়ে জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ সভায় শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সমিতির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক হাওলাদার, ছয়গ্রাম স্কুল এ্যান্ড করেজের অধ্যক্ষ মো. নাসির ইকবাল, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতির পিতার ভাস্কর্যে হামলা মানে বাঙ্গালী জাতি, দেশ, মানচিত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্তের উপর স্বাধীনতা বিরোধীদের হামলা। ইসলাম শান্তির ধর্ম, ফতোয়াবাজরা ইসলামের শত্রু, এই সকল ফতোয়াবাজদের কারনে দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হচ্ছে জানিয়ে তাদের প্রতিহত করতে দেশে আরেকটি যুদ্ধ দরকার বলে মন্তব্য করেন তারা। আর সেই যুদ্ধে স্বাধীনতার স্ব-úক্ষের সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করারও আহ্বান জানান বক্তারা।

(টিবি/এসপি/ডিসেম্বর ২০, ২০২০)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test