E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাপুর পৌর নির্বাচনে আ. লীগের ৬ প্রার্থী মাঠে 

২০২০ ডিসেম্বর ২১ ১২:৫৭:১১
মির্জাপুর পৌর নির্বাচনে আ. লীগের ৬ প্রার্থী মাঠে 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় ৬ প্রার্থী দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছেন। তারা নিজ নিজ সমর্থিতদের ভোটের মাঠে প্রচারণায় রেখে নিজেরা ঢাকায় দলীয় হাই কমান্ডের নেতাদের আশির্বাদ পেতে নানা কৌশলে সান্নিধ্য লাভের চেষ্টা চালাচ্ছেন।  

ইসি ঘোষিত ১৪ ডিসেম্বরের তফসিল অনুযায়ী আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য মির্জাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের ৬ মনোনয়ন প্রত্যাশি হচ্ছেন, পৌরসভার বর্তমান মেয়র সালমা আক্তার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু, পৌর আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ, পৌর আ’লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন।

সরেজমিনে জানা গেছে, মনোনয়ন প্রত্যাশিদের কর্মী-সমর্থকরা নির্বাচনী এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। নানা কৌশলে তারা ভোটার ও দলীয় নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। তারা দলীয় নেতা, কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে পৌরসভার সকল কার্যক্রম পরিচালনা সহ নিজ নিজ প্রার্থীর পক্ষে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

ভোটাররা জানায়, তফসিল ঘোষণা হলেও এখনও তারা কাকে ভোট দেবেন তা ঠিক করেন নি। তবে সৎ-নীতিবান ও পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীকেই তারা ভোট দিবেন। দলীয় প্রতীক বিবেচনা করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভোট দিলেও তারা মূলত যোগ্যতার বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন।

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশিরা জানায়, তারা দলীয় মনোনয়ন না পেলে নির্বাচনে যাবেন না। যিনি দলীয় মনোনয়ন পাবেন তার পক্ষে নির্বাচনী প্রচারণা সহ সব ধরণের সহযোগিতা করবেন।

টাঙ্গাইল জেলা আ’লীগের দফতর সম্পাদক মো. রফিকুল ইসলাম খান জানান, মির্জাপুর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ৬ জন প্রার্থীর নাম প্রস্তাব পাঠায় উপজেলা আ’লীগ। জেলা থেকে মনোনয়ন প্রত্যাশিদের ভোটের মাঠ পর্যালোচনা ও জনপ্রিয়তা বিচার-বিশ্লেষণ করে ক্রমানুসারে ৬ জনের নামই গত ৯ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, মির্জাপুর পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিলেও উপজেলা বিএনপি নির্বাচন বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান, বিএনপিতে একাধিক প্রার্থী নেই। তাদের একক প্রার্থী পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা। তফসিল ঘোষিত হলেও তারা মূলত মামলা-হামলার ভয়ে প্রকাশ্য মিটিং-মিছিল থেকে বিরত রয়েছেন। গোপনে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, পৌরবাসী ভোটাধিকার প্রয়োগ করতে পারলে তাদের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মির্জাপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ৩১ ডিসেম্বর, যাচাই-বাছাই হবে ৩ জানুয়ারি’২১ এবং প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১০ জানুয়ারি।

প্রকাশ, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬৫২ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ১৯১ ও নারী ভোটার ১১ হাজার ৪৬১ জন।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ২১, ২০২০)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test