E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বড়দিন উদযাপনে ৬৯টি গীর্জায় সরকারের সাড়ে ১৫ লাখ টাকার অনুদান

২০২০ ডিসেম্বর ২৩ ১৫:১৫:০৩
আগৈলঝাড়ায় বড়দিন উদযাপনে ৬৯টি গীর্জায় সরকারের সাড়ে ১৫ লাখ টাকার অনুদান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শুভ বড়দিন’র উৎসব উদযাপন করতে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার ৬৯টি গীর্জায় সরকারী অনুদানের প্রায় সাড়ে ১৫লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

জাতির পিতার ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র প্রচেষ্টায় বরাদ্দকৃত অর্থ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার তালিকাভুক্ত ৬৯টি গীর্জা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।
সূত্র মতে, বড় দিন উদযাপন করতে ৬৯টি গীর্জার অনুকুলে প্রত্যেকটিতে ৫শ কেজি করে চাল বরাদ্দ করে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়। বরাদ্দকৃত ওই চালের সরকারী বাজার মূল্য হিসেবে প্রত্যেক গীর্জায় ২২হাজার ৩শ ৮৩টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

এদিকে খ্রিষ্ট সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন নির্বিঘেœ পালন করতে থানা প্রশাসন ব্যপক নিরাপত্তা গ্রহন করেছে বলে নিশ্চিত করেছেন থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার। তিনি জানান, প্রশাসনের তালিকা অনুযায়ি উপজেলার ৬৯টি গীর্জায় সাড়ে পাঁচ শতাধিক খ্রিষ্ট পরিবারের সদস্যরা প্রার্থণায় সমবেত হবেন। নির্বিঘেœ প্রার্থণা করাসহ বড় দিনের সকল উৎসব উদযাপন করতে উল্লেখযোগ্য গীর্জাগুলোতে নিছিদ্র নিরাপত্তা প্রদানের ব্যবস্থাসহ সকল গীর্জা ও যাতায়াতের পথে পুলিশী টহল অব্যাহত রাখা হবে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৩, ২০২০)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test