E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)এর ১৪৭তম জন্মবার্ষিকী পালিত

২০২০ ডিসেম্বর ২৬ ২২:৫২:১৮
নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)এর ১৪৭তম জন্মবার্ষিকী পালিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ১৪৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার তাঁর রওজা শরীফ প্রাঙ্গনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রাক্তন সভাপতি  মুহাম্মদ সেলিমউল্লাহ ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। সভাপতির বক্তব্যে অধ্যাপক আ ফ ম রুহুল হক খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর সাথে তাঁর ব্যক্তিগত স্মৃতির অবতারণা করেন।

সভাপতি বলেন, অসামান্য মনীষার বিকিরণে, কর্মের ব্যাপ্তিতে, সুচিন্তার উৎকর্ষে খান বাহাদুর আহ্ছানউল্লা ছিলেন বাঙালি মুসলমানের রেনেসাঁ যুগের অগ্রগণ্য এক উজ্জ্বল মনস্বী। শিক্ষা চেতনায় তাঁর গভীর পর্যবেক্ষণ শক্তি, ব্যক্তিত্বের অভিনবত্ব, নিরীক্ষা প্রবণতা আর স্বজাতিকে ক্রমশ উত্তরণের প্রয়াসে সময়ের প্রয়োজনে তিনি অনিবার্য হয়ে উঠেছিলেন। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে পদার্পন করেছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় খান বাহাদুর আহ্ছানউল্লার অবদান ছিল অনস্বীকার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগণ্য ভূমিকার বাইরেও অবিভক্ত বাংলার শিক্ষা বিস্তারে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। পরীক্ষার খাতায় রোল নম্বর লেখার প্রবর্তন সহ অসংখ্য শিক্ষা সংস্কারে তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেছিলেন।

সেমিনারে‘ তোমার অসীমে প্রাণ-মনলয়ে’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আহ্ছানউল্লা গবেষক, বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. গোলাম মঈনউদ্দীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এনামুলহক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ মুজিবর রহমান, নলতা শরীফ শাহীজামে মসজিদের খতিব আলহাজ্জ আবুসাইদ, পাক রওজা শরীফের বর্তমান খাদেম আলহাজ্জ আব্দুর রাজ্জাক প্রমুখ।

এই মনীষীর জন্ম জয়ন্তি উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন মাসব্যাপী বিভিন্ন চিকিৎসা সেবা, দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, দেশ ও দেশের বাইরের অসংখ্য মিশনে সেবাক্যাম্প ও সেমিনারের আয়াজন করে। সকালে পাকর ওজাশরীফে মিলাদ শরীফের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৬, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test