E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মারপিটের মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি কারাগারে নয় থাকবেন বাড়িতে

২০২০ ডিসেম্বর ২৯ ২৩:৪৪:০১
মারপিটের মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি কারাগারে নয় থাকবেন বাড়িতে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : হাঁস মুরগী নিয়ে বিরোধের জেরে মারপিটের মামলায় সাজা প্রাপ্ত দুই আসামীকে কারাগারে না পাঠিয়ে প্রবেশনে  শর্তসাপেক্ষে বাড়িতে পাঠানো হয়েছে। মঙ্গলবার এ আদেশ দেন সাতক্ষীরার বিচারিক হাকিম ইয়াছমিন নাহার।  

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালেরর ডিসেম্বর মাসে হাঁস মুরগি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শুশিলগাতী গ্রামের আকবর আলী নিজের ভাইপো আব্দুল্লাহকে এবং আকবরের স্ত্রী মনোয়ারা খাতুন আব্দুল্লাহ‘র স্ত্রীকে জাহানারাকে মারপিট করে। এঘটনায় জাহানারার বাবা শহরতলীর খড়িবিলা গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

ভিকটিম আব্দুল্লাহ আসামী আকবরের ভাই এর ছেলে। আবার আসামী মনোয়ারা ভিকটিম আব্দুল্লাহ এর আপন খালা এবং চাচী। ভিকটিম আব্দুল্লাহ এর স্ত্রী জাহানারা এর সাথে আসামী মনোয়ারার হাঁস মুরগী নিয়ে বিরোধের সূত্র ধরে আকবর ভাইপোর মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারে। আর মনোয়ারা জাহানারাকে মারধোর করে। ২০১৬ সালের ২৭ জুন অভিযোগ গঠন করা হয়।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামী আকবরকে চার মাসের সশ্রম কারাদন্ড, আসামী মনোয়ারাকে ২ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়। আসামীদের কন্যা মুন্নিকে খালাস দেয়া হয়। তবে শাস্তি স্থগিত রেখে শর্ত সাপেক্ষে উভয়কে এক বছরের জন্য প্রবেশন প্রদান করা হয়। শর্ত হলো আসামীরা ভিকটিম আব্দুল্লাহ ও জাহানারাকে ৫ টি ফলজ গাছ প্রদান করবে। আব্দুল্লাহ ও জাহানারা চিকিৎসা খরচ বাবদ নগদ দুই হাজার টাকা প্রদান করবে।

উক্ত মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ্যাড মোঃ শামছুল বারী এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. মোঃ রফিকুল ইসলাম (৩)।

এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবী এ্যাড মো: রফিকুল ইসলাম(৩) বলেন, বিজ্ঞ বিচারক পর্যালোচনা করে যে রায় দিয়েছেন একটি সঠিক বিচার হয়েছে বলে মনে করেন।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৯, ২০২০)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test