E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটা পৌর নির্বাচন

বিএনপি সুসংগঠিত, বাদপরা প্রার্থীকেই দেয়া হলো নৌকার টিকিট!

২০২১ জানুয়ারি ০৬ ১৭:৫৫:৫৪
বিএনপি সুসংগঠিত, বাদপরা প্রার্থীকেই দেয়া হলো নৌকার টিকিট!

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : কূশাশার চাদরে মোড়ানো গোটা দক্ষিণ উপকূল।এমন হিম শীতল প্রকৃতি হঠাৎ-ই চাঙ্গা করে দিলো পৌরনির্বাচন!

দেশের বিভিন্ন অঞ্চলের ন্যয় জমে উঠেছে বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচন। বড় দুই রাজনৈতিক দল বিএনপি আর আওয়ামীলীগ এখানকার ভোটের মাঠে এখন সরব। পাশাপাশি রয়েছেন সতন্ত্র ৪মেয়র প্রার্থী।সর্বমোট ৫জন মেয়র পদে নির্বাচনী মাঠে সরব থাকলেও আ.লীগ প্রার্থীর কারনে এখানকার ভোটাভুটিতে ক্রমশ পাচ্ছে ভিন্নমাত্রা।

পাথরঘাটার বর্তমান মেয়র আনোয়ার হোসেন আকন ফের নৌকার টিকিট পেয়ে এই আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন সহ উপজেলা আওমীলীগ থেকে কেন্দ্রে পাঠানে তালিকার ৫ জনের নামের সঙ্গে আনোয়ারের নাম যায়নি।স্থানীয় আওয়ামীলীগ সহ বঙ্গবন্ধুর আওয়ামীলীগের শভাকাঙ্খিদের প্রশ্ন,কি এমন যাদু জানেন মেয়র আনোয়ার? যেখানে উপজেলা আ. লীগ কেন্দ্রে পাঠানো মনোনয়ন তালিকাতেই তার নাম পাঠায়নি; সে-ই কিনা পেলেন নৌকার টিকিট(!) পাথরঘাটা পৌরবাসীদের নাগরিক জীবনের মানোন্নয়নেও মেয়রের আহামরি কোনো ভূমিকা নেই। পৌরশহরের পথঘাট,ড্রেনেজ খানাখন্দে ভরা।

এসব অব্যবস্থাপনার কারনে এবারের নির্বাচনের মনোনয়ন তালিকায় তার নাম বাদ দেন উপজেলা আ.লীগের নীতিনির্ধারকরা। সেই বাদপরা ব্যক্তি শেষপর্যন্ত আ.লীগের নৌকার মাঝি হলেন। পৌর শহরের নাগরিকদের প্রশ্ন, পাথরঘাটার এই নৌকার মাঝি দলের মান রক্ষা করে সকল নেতাকর্মিদের নিয়ে নির্বাচনী বৈতরনী পারহতে পারবেন তো? এখানে বিএনপির প্রার্থীও রয়েছেন যথেষ্ট যোগ্য। সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক বিএনপির মনোনীত প্রার্থী সাহাবুদ্ধিন সাকু আবারও দলীয় টিকিট পেয়েছেন। বিএনপির কোনো দলীয় বিশৃংখলা নেই।তারা সুসংগঠিত। গেলোবারের নির্বাচনে বিএনপির সাহাবুদ্ধিন সাকু ২হাজার ২'শ ভোট পেয়েছিলেন।তারাও ঐক্যবদ্ধ হয়ে পাথরঘাটার পৌরসভার চেয়ারটিকে অলংকৃত করতে চায়।

পাশাপাশি মাঠে রয়েছেন সদ্য প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মেয়র মল্লিক মোহাম্মদ আইউবের ভাইয়ের ছেলে বিশিষ্ট আইনজ্ঞ উপজেলা আ.লীগের সদস্য শাহআলম মল্লিক। শারিরীক ভাবে চিরপ্রস্থান হলেও স্কুল কলেজ মাদ্রাসা সহ অসংখ্য সামাজিক কর্মে চির জাগরুক রয়েছেন মল্লিক মোহাম্মদ আইউব। তাঁর প্রতিও ভোটারদের রয়েছে একধরনের ভালোবাসা বা অনুরাগ। সেকারনে চাচা ভাতিজার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও শিক্ষানুরাগী মল্লিক মোহাম্মদ আইউবের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে শাহআলম মল্লিককে ঐসকল ভোটগুলো প্রয়োগ করবেন ভোটাররা সেকথা বলার আর অপেক্ষা রাখে না।

এছাড়াও মাঠে সরব রয়েছেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেল। তরুণ সকল ভোটার জোটবদ্ধ রয়েছেন তার সঙ্গে। সোহেল বার বার পাথরঘাটার মৎস্যবাজার ঘাটশ্রমিক ইউনিয়নের নেতা নির্বাচিত হয়ে আসছেন।

বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর। তিনি দীর্ঘদিন ধরে ভোটের মাঠে কাজ করছেন।তার ৬নং ওয়ার্ডটি নানাভাবে দৃষ্টিনন্দন সুন্দর করে সাজিয়েছেন।যথেষ্ট রুচিশীল এই তরুন মেয়র নির্বাচিত হলে পাথরঘাটার সামগ্রিক চিত্রই যে বদলে যাবে;তা আর লিখে বুঝানোর প্রয়োজন পরে না। অপরদিকে রয়েছেন বর্তমান ওয়ার্ড কাউন্সিলর এবং ঠিকাদার খান মাহবুবুর রহমান। যথেষ্ট ওয়েডফুল মেয়র প্রার্থী তিনি। অনেকেই বলছেন স্থানীয় সাংসদের ঘনিষ্ঠজন তিনি।

ভোটারদের মাঝে চুলচেরা বিশ্লেষনে এমনও শোনা যায় যে; ফেয়ার নির্বাচন হলে সতন্ত্র প্রার্থী খান মাহবুবুর রহমানের সঙ্গে অপর সতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের হাড্ডাহাড্ডি লড়াই হবে।

নির্বাচনী বৈতরনী পাড় হতে গিয়ে প্রার্থীরা যেমন ক্ষনে ক্ষনে বদলে যাচ্ছেন;তেমনি ভোটাররাও আপাতত মুখ খুলছেন না। তারা ঝোপ বুঝে কোপ মারার মতো অবস্থায় সতর্ক দৃষ্টি রাখছেন।

(এটি/এসপি/জানুয়ারি ০৬, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test