E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পাথরঘাটা পৌর নির্বাচন 

নৌকার মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকনের সাংবাদিক সম্মেলন

২০২১ জানুয়ারি ২১ ১৬:৩৫:২০
নৌকার মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকনের সাংবাদিক সম্মেলন

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকন বৃহস্পতিবার সকাল দশটায় পাথরঘাটা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন।

ঢাকার একটি দৈনিকে (বাংলাদেশ প্রতিদিন) "নৌকা ডুবাতে মরিয়া দলের এমপিরা" শিরোনামের সংবাদের প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সাংবাদিক সম্মেলনে মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন আকন লিখিত বক্তব্যে বলেন, দৈনিকটিতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে পাথরঘাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী‌ আমার ‌বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শ্রমিক লীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল এবং অপর আর এক স্বতন্ত্র প্রার্থী কথিত জামায়াত নেতা মাহবুবুর রহমান খানকে সংসদ সদস্য দাড় করিয়েছেন । আজ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা এই ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাই। প্রকৃতপক্ষে সরকারের বেঁধে দেয়া বিধিমালার মধ্যে থেকে আমাদের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন সার্বিক সহযোগিতা করছেন ‌। তিনি কোনো রকমের

আমাদের বিরোধিতা করছেন না। প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে জামায়াতের মাহবুবুর রহমান খান সংসদ সদস্যের ব্যবসায়ীক পার্টনার। এ বিষয়টিও মিথ্যে ‌ সংবাদ। সংসদের কখনোই খান মাহবুবুর রহমান ব্যবসায়ীক পার্টনার ছিলেন না বলেও সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি তাদের।

এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন দাদু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আব্দুর রহমান জুয়েল, কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মোঃ শহীদ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিক সম্মেলনে পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থী এবং তার সঙ্গে আসা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ওই লিখিত সাংবাদিক সম্মেলনে আরও উল্লেখ করেন আনোয়ার হোসেন আকন, স্বতন্ত্র মেয়র প্রার্থী স্থানীয় বিএফডিসির সিন্ডিকেট মোস্তাফিজুর রহমান সোহেল ও কথিত জামায়াত পন্থী স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান খান কালো টাকার প্রভাব বিস্তার করে আসন্ন পৌর নির্বাচন অনুষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন।

(এটি/এসপি/জানুয়ারি ২১, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test