E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কলারোয়ায় ইটভাটা শ্রমিকসহ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

২০২১ ফেব্রুয়ারি ০৭ ১৮:২৫:৫৯
কলারোয়ায় ইটভাটা শ্রমিকসহ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মাপলার ও ওড়না বেঁধে দু’প্রান্তে ফাঁস লাগিয়ে এক যুবক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে । সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের আব্দুল হাই এর  বাড়ির আমগাছের ডালে ঝুলে থাকা অবস্থায় রবিবার সকালে পুলিশ দু’টি লাশ উদ্ধার করেছে। 

মারা যাওয়া গৃহবধুর নাম ফাতেমা বেগম (৪০)। তিনি কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ হাসানের স্ত্রী ও মৃত যুবক করিম পাড় (৩০) শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে।

কয়লা ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, রোববার সকালে শেখ আব্দুল হাই তাকে ফোন করে জানায় যে তার বাড়ির আমগাছের ডালে মাপলার ও ওড়নার বেঁধে দু’ প্রান্তে পুত্রবধু ফতেমা ও তার বাপের বাড়ির এলাকার এক ভাটা শ্রমিক করিম পাড় আত্মহত্যা করেছে। আব্দুল হাই জানান, তার ছেলে শেখ হাসান মানসিক ভারসমস্যহীন।
তবে মৃত গৃহবধু ফাতেমার শ্বশুর আব্দুল হাই এর সাথে কথা বলতে চাইলে তিনি রাজী হননি।

তবে মৃত করিম পাড়ের বাবা জয়নাল পাড় বলেন, ফতেমা একই গ্রামের মেয়ে হলেও তিনি তাকে ধর্ম মেয়ে হিসেবে দেখেন। মেয়ে ও জামাতাকে মাঝে মাঝে দাওয়াতও দেন। তার ছেলে করিম মাগুরার একটি ইটভাটায় কাজ করতো। শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন আগে সে বাড়ি আসে। ডাক্তার ও দেখায় সে। শনিবার সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেনি। রোববার সকালে ফতেমার শ্বশুর বাড়িতে করিম মারা গেছে খবর পেয়ে তিনি থানায় যান। তার ছেলেকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কলারোয়ায় য়েয়ে তার ছেলে আত্মহত্যা করতে যাবে কেন ?

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, রোববার সকাল ১০টার দিকে মৃতদেহ দু’টি উদ্ধার করে থানায় আনা হয়। যুবকের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে গৃহবধুর মুখে ও গলায় আচড়ের দাগ রয়েছে। লাশ দু’টি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test