E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলে নির্বাচনী প্রস্তুতি সর্ম্পূণ, রাত পোহালেই ভোটগ্রহণ

২০২১ ফেব্রুয়ারি ১৩ ১৯:১৮:১৯
রাণীশংকৈলে নির্বাচনী প্রস্তুতি সর্ম্পূণ, রাত পোহালেই ভোটগ্রহণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ১৪ ফেব্রুয়ারি রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পূর্ণ। এখন ভোট গ্রহণের পালা রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার আখি সরকার জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্র নির্ধারণ ভোট প্রদানের বুথ তৈরীসহ যাবতীয় কাযর্ক্রম সম্পূর্ণ হয়েছে। ভোট কেন্দ্রগুলো হলো ১নং ওর্যাডে দি সান রাইজ কিন্ডার গার্ডেন ২নং ওর্য়াড মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩নং ওয়ার্ড রাণীশংকৈল ডিগ্রী কলেজ ৪নং ওয়ার্ডে ভান্ডারা এতিম খানা মাদ্রসা ৫নং ওয়ার্ডে ভান্ডারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬নং ওয়ার্ডে শাপলা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭নং ওয়ার্ডে ভান্ডারা দাখিল মাদ্রাসা ৮নং ওযার্ডে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ ৯ নং ওয়ার্ডে মহলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ভোট কেন্দ্রগুলোতে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে ১ প্লাটুন বিজিবি র্যা্বের ৩টি টিমসহ পুলিশ আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়াও ভোটের ব্যালট পেপার ভোটের দিন সকালে পৌছানো হবে বলে তিনি মন্তব্য করেন।

এই পৌরসভা নির্বাচনে ১২জন প্রার্থী মেয়র পদে লড়ছেন। এ পৌরসভায় দলীয় ভাবে আওয়ামীলীগ মনোনিত মোস্তাফিজুর রহমান, বিএনপি মনোনিত মাহামুদুল নবী পান্না বিশ্বাস এবং জাতীয় পার্টির মনোনীত আলমীগর হোসেন নির্বাচনে লড়ছেন। মেয়র পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে আ'লীগের বিদ্রোহী হিসেবে রয়েছেন বর্তমান মেয়র উপজেলা যুবলীগের সভাপতি(বহিস্কৃত) আলমগীর সরকার (ক্যারাম বোর্ড) , পৌর আ'লীগের সাধারণ সম্পাদক(বহিস্কৃত) রফিউল ইসলাম ভিপি (কম্পিউটার) সাবেক ছাত্রনেতা আ,ফ,ম রুকুনুল ইসলাম ডলার (রেল ইঞ্জিন) , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি(বহিস্কৃত) নওরোজ কাউসার কানন ( চামুচ) প্রতীক নিয়ে, সাবেক ছাত্রনেতা সাধন বসাক (নারিকেল গাছ) উপজেলা যুবলীগের অর্থ দপ্তর সম্পাদক (বহিষ্কৃত) আব্দুল খালেক (জগ) প্রতীকে। অপরদিকে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন (ইস্ত্রি) প্রতীক নিয়ে।

তবে দুইজন প্রার্থী মোখলেসুর রহমান (হ্যাঙ্গার) ও আ’লীগ নেতা ইসতেখার আলী (মোবাইল ফোন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায় পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭’শ ২ জন। যার মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩’শ ১২ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৩’শ ৯০ জন। ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফ্রেরুয়ারী ।

অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল বলেন, যে কোন পরিস্থিতিতে সামাল দিতে এবং ভোটের মাঠ সুষ্ঠ ও নিরাপত্তার চাদরে ঘিরে রাখতে আমরা প্রস্তুত রয়েছি। এছাড়াও ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের বিশেষ টিম কাজ করবে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, এ পৌরসভায় ভোট গ্রহণ অবাধ নিরপেক্ষ হবে। ভোটে কোন ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না।

(কেএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test