E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদগঞ্জে গুলিবিদ্ধ রুবেলের বিরুদ্ধে তিন মামলা

২০২১ মার্চ ১৪ ১৪:০৫:১২
ফরিদগঞ্জে গুলিবিদ্ধ রুবেলের বিরুদ্ধে তিন মামলা

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীকে হুমকিসহ ৬টি মামলার আসামী ও ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রুবেল প্রকাশ রুবেল শাহ (৩৫)-এর বিরুদ্ধে তিনটি নতুন মামলা করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটকের পর সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকলেও তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানার এএসআই জামশেদ মিয়া বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছেন। পুলিশের উপর হামলা, অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা করা হয়। 

এর আগে শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রাম থেকে তাকে আটক করে। তার কাছ থেকে ১২০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুলিশের উপর হামলা করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে সে গুলিবিদ্ধ হয়। রুবেলের হামলায় এএসআই জামশেদ মিয়া ও এএসআই মোঃ শফিক নামে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে কর্মরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ওয়ারেন্টভুক্ত আসামী রুবেলকে পুলিশ আটক করতে গেলে সে পুলিশের উপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে সে আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে রুবেল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা উন্নতির দিকে।

(ইউ/এসপি/মার্চ ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test