E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে জাটকা পরিবহনের দায়ে পাঁচজনকে জরিমানা

২০২১ মার্চ ১৪ ১৭:১৫:২৬
বরিশালে জাটকা পরিবহনের দায়ে পাঁচজনকে জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাটকা বিরোধী পৃথক অভিযানে ১২ হাজার ২০০ কেজি (৩০৫ মন) জাটকা জব্দ করা হয়েছে। পাশাপাশি এসময় পাঁচ জনকে আটক করে জাটকা পাচারের অপরাধে বিভিন্ন পরিমানে জরিমানা করা হয়েছে। অভিযানে অন্তরা নামের একটি যাত্রীবাহি বাসসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রবিবার সকালে বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে নগরীর রূপাতলীস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বেশকিছু যানবাহন থেকে ১২ হাজার ১৬০ কেজি জাটকা জব্দর পাশাপাশি চার জনকে আটক ও পটুয়াখালী থেকে ঢাকার সায়েদাবাদগামী যাত্রীবাহি অন্তরা পরিবহন ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। পরে জব্দ জাটকাসহ আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ দস্তোগীরের পরিচালিত ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জব্দকৃত জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটক চার ব্যক্তিকে বিভিন্ন পরিমানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

একইদিন রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা নামকস্থানে হাইওয়ে থানা পুলিশ একমন ঝাটকাসহ ট্রাক চালক টুটুল হোসেনকে আটক করে। পরবর্তীতে তাকে উপজেলা ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স ঝাটকা বহনের অপরাধে চালকে পাঁচ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত ঝাটকা স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরন করেছেন।

(টিবি/এসপি/মার্চ ১৪, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test