E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গ্রেফতার ১২

২০২৪ মে ০৫ ১৫:৪৪:৫২
ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গ্রেফতার ১২

নবী নেওয়াজ, পাবনা : পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। আজ রবিবার পাবনা র‍্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদা দাদাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু) মেশিনসহ বালু বহনকারী ছোট-বড় পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন প্রমাণিকের ছেলে জামিরুল ইসলাম (৪২), কামিরুল প্রমাণিকের ছেলে রুমন হোসেন (১৯), বাবলু মালিথার ছেলে বাধন হোসেন (১৯), ঈশ্বরদী শহরের ভেলুপাড়া মহল্লার নাজমুল হোসেনের ছেলে ইমন ইসলাম (১৯), আলহাজ্ব মোড় মহল্লার লিয়াকত আলীর ছেলে সিয়াম হোসেন (১৯), পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের মৃত নান্নু মালিথার ছেলে ইমরান মালিথা (২৯), চর-রূপপুর জিগাতলা এলাকার খায়রুল মোল্লার ছেলে মোহন মোল্লা (২৯), ঈশ্বরদী শহরের ফতেহমোহাম্মপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে ফয়সাল হোসেন (৩২), সাহাপুর ইউনিয়নের মৃত সামাদ আলীর ছেলে শুভ আহমেদ (২৪), আটঘরিয়া উপজেলার স্কুলপাড়া গ্রামের আক্কব্বর আলীর ছেলে সাগর আলী (১৯), ইব্রাহিম আলীর ছেলে মাসুম আলী (৩০) পাবনা সদর উপজেলার মির্জাপুর গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে রমজান আলী (২০)।

র‍্যাব জানায়, ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার দাদাপুর এলাকায় পদ্মার শাখা নদী হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন করে ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে একটি স্কেভেটর ও পাঁচটি ট্রাকসহ তাদের আটক করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ২০১০ সালের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ১৫ (১) ধারা মোতাবেক জব্দকৃত আলামতসহ ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(এন/এসপি/মে ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test