E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো বৃদ্ধার ঘর

২০২১ মার্চ ১৬ ২৩:১৯:১৯
দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো বৃদ্ধার ঘর

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালিয়া গ্রামের জয়নব বেগম নামে এক অসহায় বৃদ্ধার বসতঘরে রাতে আঁধারে আগুন দিয়েছে কে বা কারা। এতে বৃদ্ধার একমাত্র থাকার অবলম্বন দোচলা ঘরটি পুড়ে গেছে। গত ১৪ মার্চ দিনগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসার বলি হিসেবেই নিচ্ছেন বৃদ্ধার প্রতিবেশীরা।

ভুক্তভোগী মৃত মহর আলীর স্ত্রী জয়নব বেগম (৭০) বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাতে একা ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হঠাৎ আগুনের শব্দ কানে আসে। পরে উঠে দেখি ঘরের সামনের বেড়ায় আগুন জ্বলছে। ডাক-চিকৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা দেখিনি। তবে আগুন লাগার পর বের হয়ে দেখি কজন লোক দৌঁড়াদৌড়ি করে চলে যাচ্ছে, তাদের চিনতে পারিনি।

অসহায় বৃদ্ধা জয়নব কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই ঘরটি ছিল আমার একমাত্র থাকার অবলম্বন। আমার এক মেয়ে স্বামীর সংসার করে আর এক ছেলে জাহাঙ্গীর বউ নিয়ে ঢাকায় থাকে। তার এখন কি অবস্থা হবে তা নিয়ে বেশ চিন্তিত অসহায় জয়নব। এ ঘটনার প্রেক্ষিতে জয়নব বানুর নাতি রাজিব প্রধান মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলা করেন।

জয়নব বেগমের প্রতিবেশী একই বাড়ির মোহাম্মদ হোসেন ও আর্শাদ প্রধান বলেন, গত ১৪ মার্চ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দুই গ্রুপে মারামারি হয়েছে। গত কিছুদিন ধরে ঝামেলা চলছে। যারাই জয়নব বেগমের ঘরে আগুন দিয়েছে তারা এই ঘরটি পোড়ার মাধ্যমে আমাদের ঘরগুলোও জ্বালিয়ে দিতো বলে আমাদের ধারণা। কারণ জয়নবের ঘরের পাশেই আমাদের ঘর।

(ইউ/এসপি/মার্চ ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test