E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদী প্রেসক্লাবে জাতির পিতার জন্মদিন পালন

২০২১ মার্চ ১৭ ১৩:২৫:৪৬
ঈশ্বরদী প্রেসক্লাবে জাতির পিতার জন্মদিন পালন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদী প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন পালিত হয়েছে। রাশিযান রাষ্ট্রিয় পারমাণবিক সংস্থা রোসটমের সহযোগীতায় বঙ্গবন্ধুর জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে প্রেসক্লাব চত্বরে ১০১ টি বেলুন উড়িয়ে জন্মদিনের সূচনা করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।

বেলুন উড্ডয়ন শেষে প্রেসক্লাবের মিলনায়তনে নির্বাচিত জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সরকারি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ বিভাগের রাজনৈতিক নেতৃৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজনদের নিয়ে কেক কাটার আয়োজন করা হয়। রোসাটমের দক্ষিণ এশিয়ার গণমাধ্যম ম্যানেজার ম্যাক্সিম, দক্ষিণ এশিয়ার সিইও আন্দ্রে সেভেলিয়াকভ, এটমস্ট্রয়এক্সপোর্টের গণমাধ্যম ম্যানেজার কনস্টান্টিন ফেটস অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গেলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, বিশিষ্ঠ শিক্ষাবিদ উদয় নাথ লাহিড়ী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা ও সম্পাদক ফজলুর রহমান ফান্টু, আওয়মী লীগ নেতা আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, জেলা পরিষদের সদস্য শফিউল ইসলাম বিশ্বাস, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী কবিরুল ইসলাম, ফরিদুল আলম ফরিদ, সিরাজুল ইসলাম লাল্টু, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গির হোসেন, যুবলীগ নেতা দোলন বিশ্বাসসহ আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।

(এসকেকে/এসপি/মার্চ ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test