E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

২০২১ মার্চ ১৭ ১৪:২৮:৪৩
জামালপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষে জেলার প্রত্যেক উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনা, এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনার আয়োজন করা হয়।

বুধবার (১৭ মার্চ) সকালে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা আওয়ামী লীগ।

এছাড়া জেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি, জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ' ৭১', সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে জামালপুর জেলা পরিষদের উদ্যোগে ১০১পাউন্ড ওজনের কেক কেটে শিশুদের মাঝে বিতরণ করা হয়।

(আরআর/এসপি/মার্চ ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test