E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর শাখার একযুগ পূর্তি 

২০২১ মার্চ ২১ ১৬:০০:১৮
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর শাখার একযুগ পূর্তি 

চাঁদপুর প্রতিনিধি : ‘আদর্শে স্পন্দিত মুজিব, চেতনায় মুক্তিযুদ্ধ’ এই স্লোগানে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী ও একযুগ পূর্তি অনুষ্ঠিত হয়েছে। 

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অমৃত সরোবরে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার একযুগ পূর্তি ও অবগাহনের অনাবিল উৎসবে শামিল হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের একযুগ পূর্তি উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, বির্তক প্রতিযোগিতা, সংগঠনের মুজিববর্ষ স্মারকগ্রন্থ ‘জ্যোতির্ময় মুজব’ পাঠ পর্যালোচনা, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা ও কেক উদ্যাপন করা হয়েছে।

গতকাল শবিার বিকেলে ৩টায় চাঁদপুর রোটারী ভবন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত পীযূষ কান্তি রায় চৌধুরীর সহধর্মিণী সংগঠনের উপদেষ্টা মীরা রায় চৌধুরী।

এরপর রোটারী ভবনের ডাঃ নুরুর রহমান কনফরেন্স হলে অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতেই দেশাত্ববোধক গান পরিবেশন করেন উদয়ন সংগীত বিদ্যালয়ের রফিক আহমেদ মিন্টু। বিকেল সাড়ে ৩টায় বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ও লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়। বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ।

বিতর্ক অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন, বিতার্কিক ভিভিয়ান ঘোষ, ফাতেমা আহমেদ তন্বী। মডারেটরের দায়িত্ব পালন করেন সিকেডিএফ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান নিরব। সমন্বয়কের দায়িত্ব পালন করেন চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের চাঁদপুর উপজেলা কমিটির সভাপতি আবু সালেহ্।

বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী শাহাদাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি উজ্জল হোসাইন ও আবু সায়েম।

বিকেল ৫টায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখা গঠনের বিশেষ অবদান ও সংগঠনটি সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠানে রূপায়ন করার বিশেষ অবদান স্বরূপ প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি প্রয়াত পীযূষ কান্তি রায় চৌধুরীকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। তার পক্ষে উত্তরীয়, উপহার স্বরূপ বই ও মূল্যায়ন অভিজ্ঞানপত্র গ্রহণ করেন তাঁর সহধর্মিণী ও সংগঠনের উপদেষ্টা মীরা রায় চৌধুরী।

এরপর প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও সাধারণ সম্পাদক কেএম মাসুদ, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক উজ্জল হোসাইন ও আবু সায়েমকে সংবর্ধনা স্বরূপ উত্তরীয়, বই ও মূল্যায়ন অভিজ্ঞানপত্র প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাতাদ, সংগঠনের উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ূয়া ও সংগঠনের সভাপতি মুক্তা পীযূষ।

সন্ধ্যা ৬টায় সংগঠনের মুজিববর্ষ স্মারকগ্রন্থ ‘জ্যোতির্ময় মুজব’ উপর পাঠ পর্যালোচনা করা হয়। প্রথমে পাঠ পর্যালোচনা করেন ‘জ্যোতির্ময় মুজব’ বইয়ের সম্পাদক বিশিষ্ট কবি ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ূয়া।

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযূষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত।

সর্বশেষ কেক উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ অধ্যাপক জাকির হোসেন, প্রভাষক খোদেজা বেগম, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ হানিফুর রহমান। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব বক্কর ছিদ্দিক, মহিলা সম্পাদিকা সিগমা আহসান কনক, অর্থ সম্পাদক আয়েশা আক্তার রূপা, সাংস্কৃতি সম্পাদক প্রত্ন পীযূষ বড়ুয়াসহ সদস্য ও শিক্ষার্থীরা।

(ইউ/এসপি/মার্চ ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test