E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাঁদপুরে যন্ত্র দানব ট্রাক্টরের দৌরাত্ম্য বৃদ্ধি

২০২১ মার্চ ২১ ১৬:১০:২৪
চাঁদপুরে যন্ত্র দানব ট্রাক্টরের দৌরাত্ম্য বৃদ্ধি

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরে যন্ত্রদানব ট্রাক্টর চলাচল বৃদ্ধি পেয়েছে। এতে করে আবারো মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে এজন্যে যে, কখন আবার কে দুর্ঘটনার শিকার হতে হয়। নিকট অতীতে চাঁদপুরের মানুষ দীর্ঘ সময় ট্রাক্টর আতঙ্কে থাকতে হয়েছে। ভাগ্যক্রমে চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন সাহসী ও সৎ এক নারী পুলিশ সুপার। তিনি দিন-রাত চাঁদপুরের মানুষের জন্যে কঠোর পরিশ্রম করে যন্ত্রদানব ট্রাক্টর চলাচল নিষিদ্ধ ঘোষণা করেন ও বেপরোয়া গতির মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আর সেই পুলিশ সুপার শামসুন নাহারের নাম শুনলে অপরাধীরা থাকতো আতঙ্কে।

তিনি চাঁদপুরে ট্রাক্টর চলাচলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সফল হয়েছেন। আর অনেক মায়ের সন্তানকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্যে তিনি চেষ্টা করে আল্লাহর রহমতে সফলও হয়েছেন।

ইদানিং সড়কে প্রকাশ্যে ট্রাক্টর চলাচল করতে দেখা যায়। চালকরা পূর্বের ন্যায় বীরদর্পে বেপরোয়া গতিতে ট্রাক্টরে বালু ও ইট পরিবহন করছে। আগের মতোই মানুষ তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পরেছে। অনেকেই বলছেন, আমাদের পুলিশ সুপার শামসুন নাহার আপা চাঁদপুর আবার আসা দরকার। তাইলে ট্রাক্টর চলাচল বন্ধ থাকতো।

সরজমিনে চাঁদপুর সদর উপজেলার গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ট্রাক্টর চলাচল করতে দেখা গেছে। ট্রাক্টরগুলো ইট ও বালু বহন করে দ্রুতগতিতে ছুটে যায়। এদের নিয়ন্ত্রণ করা এখনই জরুরি। তা না হলে এ ট্রাক্টর চলাচল বন্ধ করতে প্রশাসনকে হিমশিম খেতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে এরা চলতে থাকবে। ফরিদগঞ্জ উপজেলায় বর্তমানে বেশি ট্রাক্টর চলাচল করতে দেখা যায়। এ উপজেলায় প্রায় শতাধিক নিষিদ্ধ ট্রাক্টর চলাচল করছে। আর এ সকল ট্রাক্টরের ওপর নির্ভর করে ইটের ভাটাগুলো।

উপজেলার প্রতিটি ইটের ভাটায় নিষিদ্ধ ঘোষিত ট্রাক্টর দ্বারা মাটি বহন করে নিয়ে আসা হয়। ইট ভাটাগুলোও মাটি বহনের কাজে ট্রাক্টরের ওপর নির্ভরশীল। পাশাপাশি ইটও বহন করে থাকে। এরা প্রশাসনের নাকের ডগায় চলাচল করলেও নীরবতা পালন করছে। এ উপজেলায় ট্রাক্টর চাপায় অনেক মায়ের কোল খালি হয়েছে। রাস্তাঘাটের ক্ষতিতো হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। এভাবে ট্রাক্টর চলতে থাকলে অনেক মায়ের কোল খালি হয়ে যাবে।

এ ব্যাপারে চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে ঊর্ধ্বতনদের সাথে কথা বলবো।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন বলেন, ট্রাক্টরের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। ট্রাক্টর পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ইউ/এসপি/মার্চ ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test