E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সকলের সহযোগিতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বাস্থ্যবিধি মেনে পালন করবো’

২০২১ মার্চ ২২ ১৪:২৬:১৫
‘সকলের সহযোগিতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বাস্থ্যবিধি মেনে পালন করবো’

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : ২১ মার্চ রবিবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপ্রধানে উক্ত সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন, শহর রক্ষা বাঁধ রক্ষা, জাটকা সংরক্ষণ, সড়কে ওভারলোড যানবাহন চলাচলে বিধি নিষেধ কার্যকর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, প্রতীকী ব্লাক আউট, আইসিইউ বেড স্থাপন, করোনা রোধ ও মাদক, সন্ত্রাস নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। জেলা প্রশাসক জনস্বার্থে গৃহীত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে স্ব স্ব প্রতিষ্ঠান কর্মকর্তাদের নিকট অবহিত হন এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্যে নির্দেশনা প্রদান করেন। তিনি আসন্ন বর্ষা মৌসুমে যাতে শহর রক্ষা বাঁধে বড় ধরনের বিপর্যয় দেখা না দেয় সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, বর্তমান সময় করোনার কিছুটা প্রাদুর্ভাব বেড়েছে, আমরা স্বাস্থ্যবিধি মেনে তা পালনের চেষ্টা করবো। করোনা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত কোনো ধরনের জনসমাবেশ বা মেলার অনুমতি দেয়া যাবে না। ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ এই সুনাম অক্ষুণœ রাখার লক্ষ্যে জাটকা সংরক্ষণে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মা ইলিশ রক্ষায় গৃহীত অভিযানের পূর্বেই জেলেদের বিকল্প কর্ম ব্যবস্থাগ্রহণ করা যায় কিনা তা ভেবে দেখতে হবে।

তিনি জানান, ৫১ হাজার ১শ’ ৯০ জন জেলেকে ভিজিএফের চাল প্রদানের ব্যবস্থা থাকলেও কার্ড হালনাগাদ না থাকায় প্রায় ১১ হাজার জেলে তাদের প্রাপ্য সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে জেলেদের তালিকা যাতে হালনাগাদ করা হয় এজন্যে জেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। তিনি মসজিদে খুৎবা পাঠের সময় করোনা সম্পর্কে মানুষদেরকে সচেতন কারর জন্যে বক্তব্য প্রদান, সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে সরকারের কঠোর মনোভাবের কথা তুলে ধরার জন্যে ইমাম-মুয়াজ্জিনদের অনুরোধ জানান।

তিনি বলেন, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যাতে মূল্যে বৃদ্ধি না পায়, সেজন্যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। করোনা প্রতিরোধে মাইকিংসহ মোবাইল কোর্ট পরিচালনারও নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আমার শাশুড়ির মৃত্যুতে আপনারা যেভাবে সহানুভূতি প্রকাশ করেছেন আমি তাতে কৃতজ্ঞ। আমরা ৭ মার্চ ও ১৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করতে পেরেছি। আশা করি সকলের সহযোগিতা নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও স্বাস্থ্যবিধি মেনে পালন করবো।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষে দেশের এ অর্জন এক বিরাট গৌরবের। মাননীয় প্রধানমন্ত্রী এ অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদ্যাপন কর্মসূচি আমরা ব্যাপকভাবে উদ্যাপন করবো। এ লক্ষ্যে চাঁদপুর স্টেডিয়ামের সম্মুখ স্থানে আগামী ২৭ ও ২৮ মার্চ বিভিন্ন উন্নয়নশীল কার্যক্রম নিয়ে মেলা বসবে। মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি আগামী ২৫ মার্চের কালোরাত্রিতে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশের ন্যায় চাঁদপুরেও প্রতিকী ব্লাক আউট পালন করার জন্যে সকলের প্রতি অনুরোধ জানান।

সভায় বিগত দিনের কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

সভায় নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম তাঁর দ্বিতীয় দিনের কার্যকালে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেয়ার লক্ষ্যেই আমি কাজ করবো। আমরা যদি স্ব স্ব দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিক হই তাহলে আমাদের কোনো সমস্যাই থাকবে না। তিনি মাদক সন্ত্রাস প্রতিরোধে কারো কোনো তদবির না শোনার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমার ইচ্ছে রয়েছে আগামী ১ বছরের মধ্যে চাঁদপুরকে মাদক মুক্ত করার।

জেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, সারাদেশের মধ্যে চাঁদপুর আইনশৃঙ্খলার ক্ষেত্রে প্রথম পর্যায়ে থাকবে এমনটাই আমরা আশা করি। মাদক সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে জেলা আওয়ামী লীগ কাউকে প্রভাবিত করবে না। এ ক্ষেত্রে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সরকারের গৃহীত প্রকল্পসমূহের কাজের মান যাতে টেকসই হয় এবং প্রকল্পের অর্থ যাতে নয় ছয় না হয়, তা লক্ষ্য রাখার জন্যে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, পূর্বের তুলনায় এখন দিন দিন করোনার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এদিক দিয়ে আমাদের আরো সতর্ক অবস্থানে থাকতে হবে। চাঁদপুর সদর হাসপাতালে ৫টি আইসিইউ বেড স্থাপনের কথা ছিলো, কিন্তু তা এখনো স্থাপন করা হয়নি। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমার কথা হয়েছে। আইসিইউ বেড স্থাপনের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বর্তমান সময় কোনো কোনো ডাক্তার হাসপাতাল ভিজিট করেন না, এ ধরনের অভিযোগও করেন। তিনি কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস প্রতিরোধসহ কোনো বড় ধরনের জনসমাবেশ বা মেলার অনুমতি না দেয়াসহ বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল আসন্ন বর্ষা মৌসুমে শহর রক্ষা বাঁধে ব্যাপক ভাঙ্গন দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশপূর্বক বলেন, পূর্ব প্রস্তুতি না থাকলে মেঘনার ভাঙ্গন রোধ করা যাবে না। বিশেষ করে পুরাণবাজার হরিসভা এলাকায় ভাঙ্গন আতঙ্ক রয়েছে। যখনই ভাঙ্গন দেখা দেয় তখন তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে অনেক দেরী হয়ে যায়। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের আগাম কী প্রস্তুতি রয়েছে তা জানার চেষ্টা করেন।

একই দাবি উত্থাপন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। জবাবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেন, বর্ষা মৌসুমে শহর রক্ষাবাঁধ রক্ষায় আমরা ১ কোটি ৫৭ লক্ষ টাকার একটি প্রকল্প দিয়েছি, তা বাস্তবায়নের পথে। আমরা আশা করি কাজের জন্যে অল্প কদিনের মধ্যেই ওয়ার্ক অর্ডার করতে পারবো। শহরে নচিমন, ভটভটি, ট্রাক্টর না চলাচলসহ রাস্তায় ধারণ ক্ষমতার চেয়ে অধিক লোডসম্পন্ন পরিবহন না চলার উপরেও গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও চাঁদপুর সেতুর টোল আদায়ের ব্যাপারে সভায় আলোচনা হয়। অনেকেরই প্রশ্ন, চাঁদপুর শহরের পুরাণবাজার-নতুনবাজার সেতুর টোল আদায় হয় না, অথচ চাঁদপুর সেতুর টোল আদায় হচ্ছে নির্দ্বিধায়, আবার টোল আদায়ের ক্ষেত্রে রয়েছে ব্যাপক অনিয়ম। টোল না আদায়ের ক্ষেত্রে কী ব্যবস্থা নেয়া যায় এ ব্যাপারে মন্ত্রণালয়কে চিঠি দেয়ার জন্যে সড়ক ও জনপথকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। স্বাধীনতার পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী করোনা প্রতিরোধে নো মাস্ক, নো এন্ট্রি কার্যক্রম কতটুকু কার্যকর হচ্ছে তা মনিটিং করার দাবি জানান।

(ইউ/এসপি/মার্চ ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test