E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনীর বিদায়ী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানকে ডায়াবেটিক সমিতির সংবর্ধনা

২০২১ জুন ১৮ ১৮:৩৭:২৬
ফেনীর বিদায়ী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানকে ডায়াবেটিক সমিতির সংবর্ধনা

ফেনী প্রতিনিধি : ফেনীর বিদায়ী জেলা প্রশাসক ও ফেনীর ডায়াবেটিক সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ফেনী ডায়াবেটিক সমিতি।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে নিজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের হাতে বিদায়ী স্মারক উপহার তুলে দেন ফেনী ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ এবং ফেনী ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, ফেনীর মানুষের আন্তরিকতা কখনও ভোলার মতো নয়। ফেনীকে বাইরে থেকে যে যা বলুক এখানে এসে মনে হয়েছে এই এলাকা জ্ঞানী গুণীর তীর্থস্থান। ফেনীর নিজস্ব একটি ঐতিহ্য রয়েছে।

তিনি বলেন, আমার সাধ্য অনুযায়ী আমি কাজ করেছি। মহামারী করোনা'য় আক্রান্ত না হলে আমি আরও অনেক ভালো কাজ করতে পারতাম। ফেনীর সকল মানুষ আমার এতটাই আপন যে সবাইকে দেখলেই পরিচিত মনে হয়।

তিনি আরও বলেন, ডায়াবেটিস হাসপাতালে মানুষ নির্ভয়ে সেবা নিতে আসে। সততার সাথে ফেনীর মানুষকে সেবা দিয়ে যাচ্ছে এই হাসপাতাল, এসময় তিনি ডায়াবেটিস হাসপাতালের সফলতা কামনা করেন।

ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, জেলা প্রশাসক ফেনীবাসীর জন্য যা করেছেন তা ফেনীর মানুষ আজীবন মনে রাখবেন। মানুষকে কতটা ভালোবাসলে এমন ভালোবাসা প্রকাশ করেন। করোনাকালীন সময়ে তিনি যে অবদান রেখেছেন ফেনীর মানুষ কখনও ভুলবেনা। এসময় তিনি সর্বদা ডায়াবেটিস হাসপাতালকে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেনী ডায়াবেটিক সমিতির সহ সভাপতি আব্দুল মোতালেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল সবুজ, ডায়াবেটিস হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, ফেনী ডায়াবেটিক সমিতির সহ সভপতি এবং দৈনিক জনকণ্ঠ ও এনটিভি'র জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলালসহ কার্যকরী কমিটির সদস্য, হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

(এনকে/এসপি/জুন ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test